আমি ভুলে থাকতে চাই তোমাকে,
আমি তোমাকে ভুলে থাকতে চাই।
আমি ভুলে থাকতে চাই তোমাকে,
আমি তাই আকাশের দিকে তাকিয়ে থাকি।
আমি ভুলে থাকতে চাই তোমাকে,
আমি তাই সবুজ অরণ্যের পানে চেয়ে থাকি।
আমি ভুলে থাকতে চাই তোমাকে,
আমি তাই চন্দ্রের পানে চেয়ে থাকি।
আমি ভুলে থাকতে চাই তোমাকে,
আমি তাই স্থির হয়ে থাকা নদীর জলে দেখি নিজেরই প্রতিবিম্ব।
আমি ভুলে থাকতে চাই তোমাকে,
তাই দেখি নিজের চোখের জল, গোপনে একা একা।
আমি ভুলে থাকতে চাই তোমাকে,
তাই ভাবি মহাবিশ্বের বিশালতার কথা।
ভাবি চন্দ্র সূর্য গ্রহ তারার গতি পথ।
ভাবি শূক্লা দাদসীর কথা।
ভাবি ছেলেবেলার ফেলে আসা সেই শ্রোতস্বীনী নদীর কথা।
ভাবি পরেশ, সুমন, নান্টু, বল্টু, কামিনীর কথা।
ভাবি, শিকশা, গোল্লাছুট, কানামাছি, হাডুডু, চোর চোর, কড়ই এর কথা।
আমি তোমাকে ভুলে থাকতে চাই বলেই,
এখনো ডুকরে কেঁদে উঠি মাঝে মাঝেই।
জানি না ভুলতে পারবো কি না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।