এইখানে শায়িত আছেন বাংলা ব্লগ ইতিহাসের কলঙ্ক...
ফটোশপে টুকিটাকি কাজ প্রায়ই করি। ভালো করে কাজ শেখার চেষ্টা এখনো জারি আছে। এর আগে আপনাদেরকে দিয়েছিলাম গ্রামীণফোন নিয়ে একটি মজার ওয়ালপেপার: View this link
এবারও একটি ওয়ালপেপার তবে এবার সামহয়ারকে নিয়ে। ফটোশপে নিয়ন সাইন এফেক্ট আনার প্রচেষ্টাতেই এর জন্ম। সামহয়ারে আমার প্রথম পোস্টের জন্য আমি এই ছবিটি বানিয়েছিলাম।
তখন ছবিটার রেজুলেশন কম ছিল, আজ সকালে ওয়ালপেপার স্ট্যান্ডার্ডে এনেছি। ব্যাক্তিগতভাবে আমার কাছে এটা খুবই শিশুসুলভ কাজ মনে হয়েছে। তাও কেন জানি ছবিটা নিয়ে একটা পোস্ট দিতে ইচ্ছে করলো। প্লিজ বিরক্ত হবেন না। কেমন লাগলো জানাবেন।
ছবিটি বড় করে দেখার জন্য ও ওয়ালপেপার হিসেবে Save করার জন্য এই লিন্কে ক্লিক করুন: View this link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।