কবিতা লিখি, প্রবন্ধ লিখি, গল্প লিখি, রম্যরচনা লিখি, মানে লেখার চেষ্টা করি আর কী!
নিউ এম্প্যায়ার ছিল নিউ মার্কেটের পাশেই
আমরা হাতে বানানো রুটির কথা ভুলে
টেবিলে টেবিলে ছড়িয়ে দিতাম ভাঙা ভাঙা ইংরেজী শব্দ
যেভাবে ড্রাগন ঢুকে আসে খাঁচা ঘেরা অটোর মিটারে।
যে বছর বৃষ্টি আসে না সেভাবে কলকাতায় –
আমরা ‘এক্সোরসিস্ট’ আর হাতে টানা রিক্সায় খুঁজি গণসংগ্রাম,
একরোখা পাগলের মতো খুঁজি গেগরি পেকের মুখ –
তখন আঁতেল মেলগুলো ভরে দেয় আমাদের ইনবক্স
আর নিউ এম্প্যায়ার খুব জেগে ওঠে ঠা-ঠা চাঁদের আলোয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।