বাংলাদেশে 3G এসে কী লাভ হইলো সেটা এখনো আমার মাথায় ঢুকতেসেনা। যেই লাউ সেই কদুই রয়ে গেসে। আমি তো 1500TK দিয়ে 1mbps গতির Unlimited চালাই, 3G তে তো কোন লাভ দেখতেসিনা। 1500TK দিয়ে যখন সেই 512kbps ই দিবে তাহলে 3G কেন নিবো ? তাও আবার Unlimited না, 10GB ব্যান্ডউইথ। ভিডিও কলের দাম মাত্রাতিরিক্ত বেশি, টিভি দেখতে হইলে প্রতি মাসে আবার আলাদাভাবে প্রায় 300TK চার্জ দেয়া লাগবে, বাসার ডিসের লাইনের বিলের সমান, বাহ ! 3G দিয়ে অনলাইনে গেম পর্যন্ত খেলা যায়না, GameRanger এ প্রায় সব রুমে ইটালিক আসে টেলিটক থ্রিজিতে (যারা খেলে তারা বুঝবে এর মানে)।
ভালই ব্যবসা শুরু করসে, ভাবসে যা ধরায় দিবে মানুষ তাই নিবে 3G দেখে।
১৫০০টাকায় নেট দিয়ে আবার বলে এত কম দামে এশিয়ার কোথাও ইন্টারনেট ব্যান্ডউইথ বিক্রি হয় না ! মিথ্যা বলার একটা সীমা থাকে, আমরা এতটাও বেকুব না যে দুনিয়ার খবর রাখিনা। ভারতেই ২৫০ রুপি আনলিমিটেড থ্রিজি ইন্টারনেট দিচ্ছে, ভিডিও কল, টিভি দেখা সব মিলিয়ে ২৫০ রুপি। ২৫০ রুপি বাংলাদেশী টাকায় খুব বেশি হলে ৫০০ টাকাই হবে। ১৫০০ তো হবার কথা না।
অবশ্য "কম্পিউটার বিশারদ" মোস্তাফা জব্বার এর মত মানুষ প্রযুক্তি খাতের নেতৃত্বে থাকলে এর থেকে বেশি কিছু আশাও করা যায়না ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।