দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দানে পাওয়া না!
যত দিন যাচ্ছে গাজা থেকে প্রাপ্ত ভয়াল ও হৃদয়বিদারক ছবির (এবং হাহাকারের) সংখ্যা ততই বেড়ে চলেছে। বিশ্ব চালকরা যতই রণবিরতির আশা দেখাক রয়টার্স এর সাংবাদিকরা জানাচ্ছেন ইসরায়েলের মনোপুতভাবে পরিস্থিতির উন্নতি না হলে তারা আকাশ পথের হামলাতেই সীমাবদ্ধ থাকবেন না। ৪৮-৭২ ঘন্টার মধ্যে স্থলসেনাদের দ্বারা আক্রমন চালানোর জন্য সবরকম প্রস্তুতি সম্পন্ন করছে তারা। বুধবার থেকে এ পর্যন্ত ৯০ টি লাশ দেখেছে ইসরায়েল-গাজা যুদ্ধ। যদিও অনেকেই এটাকে যুদ্ধ বলতে নারাজ।
যে দেশের কোনো বিমান নেই, বিমান হামলা প্রতিরোধ ব্যবস্থা নেই, নৌবাহিনী নেই, কামান নেই , ট্যাঙ্ক নেই তাদের উপর অত্যাধুনিক যুদ্ধ বিমান ও অস্ত্র নিয়ে হামলা করাকে যুদ্ধ কম বলাৎকার বলা ভাল।
যুদ্ধ চলছে। আমরা প্রতিদিন বিধ্বস্ত বাড়িঘর, মৃত শিশু, আর্তনাদ, আহাজারির ছবি পাচ্ছি। বিমান আক্রমনের বিরতির সাইরেন যখন বাজানো হয় তখন গাজার লোকেরা,সাংবাদিকরা দেখতে বের হন কি কি ক্ষতি হলো, কয়টি লাশ পড়লো। গাজা, ইসরায়েলের এমন কিছু ছবি দিয়ে এই ব্লগটি সাজানো।
সতর্কতাঃকিছু কিছু ছবিতে মৃত দেহ ও নৃশংসতার কন্টেন্ট রয়েছে।
খান ইউনুস এ ইসরাইলী বিমান হামলায় ধ্বংশপ্রাপ্ত একটি বিল্ডিং চারপাশে জড়ো হয়েছেন ফিলিস্তিনিরা।
ছবিটি তোলা হয়েছেঃ ১৯ নভেম্বর,২০১২ তে।
ফটোগ্রাফারঃ ইব্রাহিম আল মোস্তফা। রয়টার্স।
গাজায় বিমাল হামলায় ধ্বংশস্তুপে পরিনত হওয়া একটি ফুটবল স্টেডিয়াম দেখছে একজন ফিলিস্তিনি যুবক।
ছবিটি তোলা হয়েছেঃ ১৯ নভেম্বর,২০১২ তে।
ফটোগ্রাফারঃ আহমেদ জাকাত। রয়টার্স।
ধ্বংশস্তুপে পরিনত হওয়া একটি বিল্ডিং এ চাপা পরা একটি শিশুর মৃতদেহ বের করে নিয়ে আসছেন একজন ফিলিস্তিনি।
ছবিটি তোলা হয়েছেঃ ১৮ নভেম্বর,২০১২ তে।
ফটোগ্রাফারঃ আহমেদ জাকাত। রয়টার্স।
ছবিটি পল ডেনগার নামের একজন টুইট করেন। বোমা হামলায় ধংশপ্রাপ্ত একটি বাড়ির খাবার টেবিলের ওপর পোড়া খাবার।
ওয়েস্ট ব্যাংক সিটির ইসরাইলী মিলিটারী ক্যাম্পের দিকে আগুন দেয়া টায়ার কিক দিয়ে ঠেলে দিচ্ছেন একজন ফিলিস্তিনি যুবক।
ছবিটি তোলা হয়েছেঃ ১৮ নভেম্বর,২০১২ তে।
ফটোগ্রাফারঃ মাজদি মোহাম্মদ। রয়টার্স।
শিফা হাসপাতালের মর্গ থেকে একজন আত্বীয়ের লাশ বের করে চিৎকার করে কাঁদছেন একজন ফিলিস্তিনি
ছবিটি তোলা হয়েছেঃ ১৮ নভেম্বর,২০১২ তে।
ফটোগ্রাফারঃ বার্নাড আমার্গ।
শিফা হাসপাতালের মর্গে মৃত আপনজনের হাতে শেষ বারের মত চুমু খাচ্ছেন এক ফিলিস্তিনি
ছবিঃ এপি
ফিলিস্তিনিরা ইসরাইলিদের উদ্দেশ্যে পাথর ছুড়ে আড়ালে লুকিয়ে যাচ্ছ, ২০ নভেম্বর
ছবিঃ এএফপি
ব্লগটি নিয়মিত আপডেট হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।