এই পৃথিবীতে শুধুমাত্র দুই রকমের মানুষ আছে। ভালো মানুষ যারা ভালো কাজ করে। আর খারাপ মানুষ যারা খারাপ কাজ করে। এটাই মানুষদের মধ্যে একমাত্র পার্থক্য। আর কোন পার্থক্য নেই... আমি ভাল মানুষ...☺☺☺
আজকে স্কুল থেকে জুতা কিনতে গেলাম মিরপুরে।
জুতাটা ছিড়া গেছে। প্রথমে গেলাম বাটা বাজারে। সর্বোচ্চ সাইজ আছে নাকি ৮ ওদের কাছে। আমার বর্তমান জুতাটা ৯। টাইট হয়।
পেগাসাস। মনে হইলো বেটাগো বাইটা ফালাই। এত্তবড় বাজার মাগার ৯সাইজের জুতা নাই।
বাটা বাজারে জুতা না পাইয়া মনে মনে ওগো বাটতে বাটতে গেলাম এপেক্সে। ভাবছিলাম এপেক্সে পামু।
যাইয়া দেখি অবস্থা আরো খারাপ। ওগো সবোর্চ্চ সাইজ ৫ কি ৬। ভাবলাম পেগাসাসেই যামু। ওরাও সেইখানেই যাইতে কইলো। গেলাম পেগাসাসে।
যাইয়া দেখি ৯সাইজের জুতা আছে। আমি কইলাম ভাই এইর চাইতে বড় নাই? বেটায় হাইসা কইলো, "কুন কোম্পানি এইর চাইতে বড় কেডস্ বানায় না। " মাথা একদম ক্লিন বোল্ড অইয়া গেল। ভাবলাম ক্লাস টেনে কি করুম। যদি পরীক্ষায় ফেল টেল করি তাইলে কি অইবো? পরেতো পড়ার লইগা জুতা পামু না।
পেগাসাসের জুতা কেনার পর আম্মা কইলো চল প্রিন্সে যাই। কিছু খা। স্কুল থিকা আইছোস। আমি আম্মার লগে প্রিন্সে গেলাম। প্রথম দুইতালায় সাধারণত বসি না।
আইজকাও ব্যতিক্রম করলাম না। সোজা তিনতলায়। তিনতলায় গিয়া দেখি একদম ভর্তি। একটু জায়গাও নাই।
কিনারে দেখলাম একটা টেবিল খালি।
গিয়া বসলাম সেইটায়। বামে তাকাইয়া দেখলাম দুইটা মাইয়া খাইতাছে। একটা খাওন খাইতাছে মুখ দিয়া আর তাকাইয়া আছে আমার দিকে। আমিতো পুরা টাসকি খাইলাম। ওই মাইয়ায় ওর পাশের জনরে খোচা মারলো।
আমারে দেখাইলো।
আমি শিওর হওয়ার জইন্য হঠাৎ হঠাৎ তাকাইলাম। দেখলাম আমার দিকে তাকাইয়া হাসে। আমি থম মাইরা বইসা রইলাম। আমার মুখটাই কেমন জানি।
সবসময় হাসি হাসি থাকে। মাঝেমইদ্যে চেষ্টা করলে মুখটারে বেজার করতে পারি। মাইয়াডিরে হাসতে দেইখা মনে মনে কইলাম, "আমার চেহারা কি এতটাই হাস্যকর?" আপনারাই কন।
তাড়াতাড়ি খাইয়া ভাগলাম। আওয়ার আগে তাকাইলাম-ও না।
মাইয়া মাইনষেগো দিকে বেশি না তাকাইন্নাই ভাল। শেষে পছন্দ-টছন্দ হইয়া গেলে বিপদে পড়ুম।
(ওহহো, ভুইলাই গেছি। আমার প্রশ্নের জবাব আপনারা দিবেন কেমনে? আমারে কি কেউ দেখছেন নিহি? দাড়ান দেখি ভাল একটা ছবি তুইলা ব্লগে দিয়া দিমুনে। )
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।