আমাদের কথা খুঁজে নিন

   

বিপদ যখন আসে .....

এই ব্লগের সব লেখা সর্বস্বত্ব সংরক্ষিত
গতকাল অনেক কাজের চাপ গিয়েছে আমার উপর দিয়ে .... সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দৌড়ের উপরে ছিলাম ... রাতে বাসায় ফিরে এসে পিসি তে বসতেই এক বন্ধু হাজির ... বলে তার কোন এক পরিচিত মানুষ রাস্তায় আটকে পড়েছে... তাকে পিক করে আনতে হবে .... আমার নিজের তখন যে অবস্হা তাতে করে ড্রাইভ করার মত শারিরীক অথবা মানসিক কোন ভাবেই নিজেকে তৈরী করতে পারলাম না .... কারন তখন আমার চরম ঘুম ও আসছিলো .... গাড়ীর চাবি উনার হাতে দিয়ে বললাম আপনি যান ভাই ..... আমি কিছু না খেয়ে বের হতে পারছিনা .... উনি আমার অবস্হা বেগতিক দেখে একলা ই রওনা হয়ে গেলেন ..... এর পরে কি হয়েছে মনে নেই ..... ঘন্টা ২ - ৩ পরে নিজেকে আবিষ্কার করলাম -- চেয়ারে বসে ঘুমন্ত অবস্হায় ! ! ! ! ...... ঘুমটাও মনে হয়না ভাংত যদি ক্ষুধা নামক পদার্থটি চরম আকার ধারণ না করতো ..... অগত্যা রান্নাঘরের দিকে যাত্রা শুরু করতেই মনে হলো..... আজকে তো বাজার করতেই ভুলে গিয়েছি, ড্রাই ফুড বলতে কিছুই নেই ঘরে... আর রান্না করার মত অবস্হা ও নেই..... কি করি কি করি করতে করতে সিদ্ধান্ত নিলাম বাইরে গিয়ে ফাষ্টফুড দিয়ে আপাতত কাজ চালাই ... দরজা খুলতে যাব এমন সময় মনে হলো আরে গাড়ির চাবির সাথে তো ঘরের চাবিও চলে গেছে..... হইছে না কাজ ? মানসিক চাপের মধ্যে উনি আর ক্লান্তির কারণে আমি বাসার চাবি আলাদা করে রাখার কথা বেমালুম ভুলে গিয়েছি ...... আর ভুলের মাসুল হিসেবে আমি নিজের ঘরে নিজেই বন্দি ..... ফোন নিয়ে উনাকে কল দিলাম ..। চলে গেল ভয়েস মেইল এ ..... মনে হলো..... নেটওয়ার্কের বাইরে হবে মনে করে একটু পরে আবার ফোন দিলাম ..... একই অবস্হা ..... একদিকে ক্ষিদায় জান বের হচ্ছে, ওদিকে ফোন ধরছে না .... আমাকে সংগ দিতে টেনশন হাজির হতে বেশী দেরি করলো না ..... উনি গিয়েছে সন্ধ্যা ৮টার দিকে .... তখন বাজে প্রায় রাত ৩ টা ..... হঠাৎ অপরিচিত নং থেকে কল আসলো .... " ভাই আপনার চাকা কোথায় ? " ...... আমি তো অবাক..... ফোন নং আর গলা দুটোই অপরিচিত ..... আর বলা নেই কওয়া নেই আমার চাকার খোজ করছে .... এ কোন যন্ত্রনাতে পড়লাম ...... বললাম -- মানে ? ..... উনি সংক্ষেপে বললেন.... তার গাড়ির মত আমারটা ও চাকা পাংচার হয়েছে...... আর মফিজ ( কাল্পনিক নাম ) ভাই স্পেয়ার চাকা খুজে পাচ্ছেন না ..... সেই সাথে জানলাম উনার সেল ফোনের চার্জ নাই হয়ে গেছে তাই তাকে পাওয়া যাচ্ছে না সেই সাথে ঐ লোকের ফোনেরও চার্জ প্রায় শেষ, আর বাড়তি হিসেবে ওভার স্পিডের জন্য তিনি ৫২ ইউরো জরিমানা খেয়েছেন ...... সেটাও নাকি যার গাড়ি তার নামে আসবে ..... এবার তারা চাকা চেন্জ করে তারপরে আমার বাসায় এসে গাড়ি দিয়ে উনার বাসায় যাবেন (উনি আমার নেকষ্ট ডোর নেইবর) ফোন রাখার পরে চিন্তা হলো ..... জেগে থাকলে নিশ্চিত আরো ২ - ৪ টা দু:সংবাদ শুনতে হবে ..... এর চেয়ে ভালো ঘুমিয়ে যাই ..... দ্বিতীয় আর কোন চিন্তা না করে সোজা বেডে চলে গেলাম...... যাওয়ার আগে একটি কাজ করলাম ..... ঘরের এনট্রেন্সে একটা বড় কাগজে নোট লিখে দিলাম মফিজ ভাই এর জন্য... >> ভাই আর যাই করেন... আমার বাসা থেকে যাওয়ার আগে ঘরের চাবিটা রেখে যেয়েন ।।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।