আমাদের কথা খুঁজে নিন

   

বিপদ

লেখা শেষের দিন শুরু হলে আমাকে ভুলে যেয়ো রনক্ষেত্র পেরিয়ে গিয়ে তোমার কাছে এলাম; আমার আকাশ রক্ত রঙ্গে তোমায় কাছে পেলাম! ঐ যেখানে দীঘির ধারে অন্য কোনো গাছের আড়ে বসে ছিলে____ এগিয়ে গিয়ে অন্য কাকে পেলাম! রনক্ষেত্র পেরিয়ে গিয়ে তোমার কাছে এলাম! শান্ত দুটি কথা ছিল, রাখতে গিয়ে ভেঙে দিল প্রেম-পিরিতি চিবিয়ে নিল-___ রাইফেলে হাত দিলাম, তোমায় চিনে নিলাম! রনক্ষেত্র পেরিয়ে এসে তোমায় কাছে পেলাম! ঠিক যেন এক ক্ষ্যাপার মতন সময় সময় হঠাৎ কাঁদন_ সেই যেখানে যায়নি'ত কেউ , তবুও ছুটে গেলাম অন্য কাকে পেলাম! বলব বলে সহজ কথা জটিল হল বলার ভাষা 'মাথায় তোমার গোবর ঠাসা____ তোমায় আড়ি দিলাম'! রনক্ষেত্র পেরিয়ে শেষে রনক্ষেত্রে এলাম! অর্নব বন্দ্যোপাধ্যায়

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।