আমাদের কথা খুঁজে নিন

   

বিপদ

~ ভাষা হোক উন্মুক্ত ~

মাঝে মাঝে মনে হয় অনলাইন জীবন থেকে বিদায় নেই। আমি নেট ব্যাবহার করি সারাদিন কাজের পরে একটু আনন্দ পাবার জন্য। বিদেশের মাটিতে একা একা থাকি, স্ত্রী সন্তানের সাথে কথা হয় টেলিফোনে, সময় কাটানো আমার জন্য মাঝে মাঝে একটা সমস্যা হয়ে দাঁড়ায়। সে কারণে নেটে বসে কথা বলি পরিচিত অপরিচিত মানুষের সাথে। বিভিন্ন্য ওয়েব সাইটে নিজের পেইজ খুলি, অনেক ফোরামের সদস্য হই।

অনেক অনেক মানুষের সাথে পরিচিত হই। অনেক ভালো বন্ধু পেয়ে যাই। আমি সাদাসিধা মানুষ। কারও সাতে পাঁচে থাকাটা আমার স্বভাব না, যতক্ষন না তার কোন প্রয়োজন হয়। আমি মানুষের সাথে তার ব্যাক্তিগত ব্যাপারগুলো নিয়ে খুব বেশী আলাপ করিনা, আমার ভালোলাগেনা।

আমি নিজের মত থাকতে চাই। কিন্তু যখন দেখি যে আমার অতী ব্যাক্তিগত বিষয়গুলো মানুষের আলাপের বিষয়ে পরিনত হয়েছে, তখন খুব অসহায় লাগে। মাঝে মাঝে এমন অবস্থায় বলতে ইচ্ছে করে "তুমাগো কি খাইয়া দাইয়া কুনু কাম নাই? আমি তো তুমাগো খ্যাতের পাকা ধানে মই দেই নাই। তাইলে আমার খ্যাতে আমি ধান লাগাইলাম, না করল্লার চাষ করলাম, হেইডা নিয়া তুমাগো মাথাব্যাথা করে কিল্লিগা?" ** ব্লগটি সামহয়ারইন সংশ্লিষ্ট কাউকে নিয়ে লিখা নয়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।