আমাদের কথা খুঁজে নিন

   

একলা একার কথকতা

পাখি পর্ব চলছে

একলা আকাশ একলা নদী একলা মানুষ- আপন মনে, একলা মাঠ একলা গাছ একলা আমি সঙ্গোপনে। একলা নারী একলা তুমি একলা তোমার সিঁথীরটান, সঙ্গবিহীন একলা মানুষ সিঁদুর হাতে অপেক্ষমান। একলা নদীর রূপকথাটা চুপকথা হয় একলা একা- একলা ঝরে বৃষ্টি কণা টিনের চালে উথালপাথাল এই বরষায় হোকনা শুরু একলা একার কথকথা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।