আল বিদা
(কতিপয় পোস্ট পড়ে ঘটনাটা মনে পড়ল)
তখন আমার ছোটবোনের পরীক্ষা চলছে। আমি ওকে আনা নেওয়া করতাম। একদিন পরীক্ষার সেন্টারে যাচ্ছি। এক রিক্সায় উঠলাম। রিক্সাওয়ালা আমাদের রিক্সায় তুলেই জানাল তার হার্টের অসুখ।
আজকে ডাক্তার দেখাতে যাবে। এজন্য রিক্সা নিয়ে বের হয়েছে। তবে সে রিক্সা চালানোর মত ফিট না। আমিও দেখলাম সে তুমুল কাপছে। এদিকে ছোটবোনের পরীক্ষা আবার এমন অসুস্থ লোক দেখে মায়ায় মনটা গলে গেল।
আমি ৪০/- টাকা দিলাম। ও বলল আর ১০/- হলে একটা রাউন্ড ফিগার হয়। আমি তাও দিয়ে পরীক্ষার সেন্টারে চলে গেলাম। একজন অসহায় অসুস্থ মানুষের উপকার করে মনটা ভরে গেল। নিজকে একজন মহৎপ্রান ভাবতে পারলাম।
কাওর উপকারে এসতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে।
পরদিন আবারও এই রিক্সাওয়ালার সাথে অন্য জায়গায় দেখা। ডাক্তার দেখিয়ে সম্পূর্ন সুস্থ মনে হল। এমনকি গতকাল যেমন কাপছিল আজ আর তা নাই। আমি তাকে ডাক্তার দেখাইছে কিনা জিজ্ঞেস করলাম।
ও কিছু মনেই করতে পারলনা।
তারপর থেকে আমি একজন হৃদয়হীন খারাপ মানুষ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।