মরা প্রেমের অদৃশ্য কঙ্কাল
আর ভেজা চোখের দু'ফোঁটা জল
মমি করে রেখে যাবো তোমাদের জন্য
মহাকালের জাদুঘরে
সেখানে আমিও থাকবো সহস্র বছরের
পূরনো মাকড়সার জালে পেঁচিয়ে মরা মাছি হয়ে
তোমরা যারা প্রেমিক হতে যাচ্ছো
একবার দেখা করে যেও মমিকৃত কঙ্কাল আর
চোখের জলের সাথে
কান পেতে শুনতে পারো ওদের
অসীম বেদনার আর্তনাদ
এরপর প্রেমিক হতে পারো
প্রিয়ার চোখে দেখতে পারো পৃথিবী
আবারো দেখা হবে আমাদের
সহস্র বছরের পূরনো সেই মাকড়সার জালে
মাছি হয়ে ঝুলবো আর প্রতীক্ষা করবো মহাপ্রলয়ের।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।