বিদেশে চিকিৎসার জন্য খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে সাময়িক মুক্তির নির্দেশ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার বিকেল ৪ টার ৫০ এর দিকে এক সরকারী আদেশে এ কথা বলা হয়।
===========================================
খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো আজ বৃহস্পতিবার বিকেলের মধ্যেই মুক্তি পাচ্ছেন বলে জানিয়েছেন তার একজন আইনজীবী।
দুর্নীতির মামলায় হাজিরা দেয়া থেকে কোকোর অব্যাহতি পাওয়ার নথিপত্র দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে জমা দেওয়ার পর আইনজীবী সানাউল্লাহ মিয়া সাংবাদিকদের বলেন, "সরকারের নির্বাহী আদেশে আজ বিকেলের মধ্যেই তাকে মুক্তি দেয়া হবে। "
কোকোর স্ত্রী শর্মিলা রহমানকে উদ্বৃত করে সানাউল্লাহ বলেন, "মুক্তির পরপরই তার স্বামীকে চিকিৎসার জন্য ব্যাংকক নিয়ে যাওয়া হবে।
এব্যাপারে প্রয়োজনীয় অর্থের সংস্থান করার উদ্যোগ নেয়া হয়েছে, কেননা ব্যাংক অ্যাকাউন্ট জব্দ রয়েছে। "
তিনি আরো বলেন, "যত দ্রুত সম্ভব তাকে বিদেশে নিয়ে যাওয়া হবে। "
খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের মুক্তি প্রক্রিয়া চলছে জানিয়ে এই আইনজীবী বলেন, " আমরা শুনেছি তার মুক্তির বিষয়টি বিবেচনাধীন আছে। "
এরপর স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, "আমরা আমাদের কাজ শেষ করে দিয়েছি। চিকিৎসার জন্য কোকোকে আট সপ্তাহের প্যারোলে মুক্তি দেওয়া হচ্ছে।
"
খালেদা জিয়া ও তার বড় ছেলে তারেক রহমানের মুক্তির বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যথা সময়ে জানতে পারবেন। "
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।