ইট মারলে পাটকেল খেতে প্রস্তুত থাকুন .....
ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্পত্তির তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের মামলায় যুবলীগের সাধারণ সম্পাদক মির্জা আজমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
বুধবার ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতে মির্জা আজম আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক মো. আজিজুল হক তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
জামিন আবেদনে আজমের পক্ষে তার আইনজীবী খন্দকার আবদুল মান্নান আদালতে বলেন, "দুর্নীতি মামলায় অভিযোগপত্র ৬০ দিনের মধ্যে দেওয়ার নিয়ম। কিন্তু ১৭২ দিনে মাথায় এ মামলার অভিযোগপত্র দেওয়া হয়েছে। এই মামলার অভিযোগপত্র যেহেতু আইন মেনে দাখিল করা হয়নি তাই এটি ত্র"টিপূর্ণ।
"
সোমবার মির্জা আজম হাইকোর্টে আত্মসমর্পণ করে জামিন চাইলে হাইকোর্ট তাকে ১০ দিনের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেয়।
গত ১০ জানুয়ারি দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মোবারা খানম রমনা থানায় মির্জা আজমের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সম্পত্তির তথ্য গোপনের অভিযোগে মামলাটি দায়ের করেন। তার বিরুদ্ধে ৫৬ লাখ ২০ হাজার জ্ঞাত আয় বহিভর্ূূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
কমিশনে দাখিল করা সম্পত্তির হিসাব বিবরণীতে প্রায় ৩৪ লাখ সম্পত্তির তথ্য গোপন এবং অবৈধভাবে প্রায় ৫৩ লাখ টাকার সম্পত্তি অর্জনের অভিযোগ এনে গত ৭ জুলাই মির্জা আজমের বিরুদ্ধে মামলার অভিযোগপত্র দেওয়া হয়। মামলাটি বর্তমানে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।