হঠাৎ করেই সুযোগটা এসে গেল। সানিয়া মির্জা ঢাকায়। আমার অনেক দিনের স্বপ্নের টেনিস তারকা সানিয়া মির্জার ইন্টারিভউ করব। আজ দুপুরে খবর পেলাম সানিয়া প্র্যাকটিস করছে রমনা টেনিস কমপ্লেক্সে। আমি তখন গুলশান ওয়েস্ট ইন হোটেলে সাকিব আল হাসানের ক্যাস্ট্রলের অ্যাসাইনমেন্টে।
খবরটা পেয়ে অফিসে বসকে জানালাম। বসের হ্যা সূচক উত্তর পেয়ে মোটরসাইকেল নিয়ে ছুটলাম রমনা টেনিস কমপ্লেক্সে।
বাইরে দেখি পুলিশের গাড়ী। ভেতরে মোটরসাইকেলটা পার্ক করে ঢুকলাম প্র্যাকটিস গ্রাউন্ডের কাটাতারের বেড়ার পাশে। দেখলাম সেই চির চেনা ভলি, রিটার্ন, ব্যাকহ্যান্ড।
আমি তো অবাক। এত কাছে সানিয়া মির্জা। পাশে দেখলাম শোয়েব মালিককে। নেটের এক পাশে চেয়ারে। এক ফাকে উঠে এসে কি যেন বলল সানিয়াকে।
আমাদের মিডিয়ার সাংবাদিক ভাই বোনেরা সবাই অপেক্ষায়। কখন কথা বলবেন সানিয়া। প্রায় ঘন্টা খানেক অনুশীলনের পর তিনি এলেন। এবং অনেক বিষয় নিয়ে কথা বললেন। বললেন অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডে দুর্ভাগ্যজনকভাবে জাস্টিন হেনিনের কাছে হারের কথা।
বললেন স্বামী শোয়েবকে নিয়ে কতটা সুখী। বললেন ইনজুরির কথা। বাংলাদেশের টেনিস নিয়ে এবং অন্যান্য প্রসঙ্গে। এক ফাকে মোবাইলে ছবিও তুললাম। দূর থেকে।
টেনিস তারকার ইন্টারভিউটা আগামীকাল সকাল আমাদের পত্রিকায় (প্রথম আলো) পড়েন। কেমন লাগল জানাবেন কিন্তু....
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।