আমাদের কথা খুঁজে নিন

   

সেনা সদস্যের হাটুর বুদ্ধিতে আমাদের ১০ ঘন্টা ছিনতাই!!!!!

আমি বলতে এসেছি, আমাকে বলতেই হবে..

লম্বা লোকের বুদ্ধি হাটুতে থাকে। এটি একটি বহুল প্রচলিত প্রবাদ। আমি বলি গনজ্ঞান। সে গনজ্ঞানকে সত্যি মানলে এটিও সত্যি বলে মানতে হবে যে জলপাই রঙে আবৃত মানে পৃথিবীর তাবৎ সেনাবাহিনীর সদস্যদের বুদ্ধিও হাটুতে। আর হাটুতে বুদ্ধি থাকা মানুষ মাথামোটা।

তাদের মাথা কাজ করে না। গায়ের জোরে সব কিছু করতে চায়। সে করতে চাওয়ার মাঝে কোন বিচার-বিবেচনা থাকে না। এই যে বিচার বিবেচনা থাকে না আমরা তার প্রমাণ বিভিন্ন সময়ে সামরিক শাসনের আওতায় দেখেছি। জিয়া-এরশাদ এর সময়কাল আমাদের রাজনৈতিক ইতিহাসে রাজসাক্ষী হয়ে আছে।

মাথা না খাটিয়ে হাটুর জোরে কর্মসম্পন্ন করার সাম্প্রতিক উদাহরণ আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনায়। সেখানেও একই কায়দায় জলপাই রঙে আবৃত ভাইয়েরা আমাদের মেধাবী শিক্ষার্থীদের শায়েস্তা করতে চেয়েছে বুদ্ধির জোরে নয়, হাটুর জোরে। সেনা সদস্যের হাটুর জোর আজ সকালে আবার দেখতে পেলাম। অফিসে আসার পথে। শ্রমজীবি মানুষ হিসেবে প্রতিদিন জলপাই রঙে বাধা মানে সেনা অধ্যুসিত পথ ক্যান্টম্যান্ট পাড়ি দিতে হয়।

পাড়ি দিতে বাধ্য হই। আবার সে পথের আছে নানা নিয়ম নানা প্রক্রিয়া। এর বেশির ভাগই সামাজিক মানুষের সহজাত প্রক্রিয়ার সাথে মিল খায় না। কারণ নিয়মগুলো লম্বা মানুষদের তৈরি। লম্বা মানুষের নিয়ম মানেই তো মাথা থেকে নয়, হাটু থেকে আসা নিয়ম।

নিয়মগুলো আবার বাস্তবায়িত হয় হাটুর জোরে। ভয়ের সংস্কৃতি তৈরি করে। জোর করে......... অফিসে আসার পথে গাড়ি চালক মাঝ পথে গাড়ির জানালা বন্ধ করে দেন। বলা যায় বন্ধ করতে বাধ্য হয়েছিল। কারণ বৃষ্টি হচ্ছিল।

গাড়িতে বৃষ্টি এসে পড়ছিল। আর সে অপারাধে (অপরাধটি হাটুর বুদ্ধি দিয়ে নির্ধারিত) এইট পাশ সিপাহী তাকে থামায়। অপমান করে। গালি দেয়। তারপরও ড্রাইভার ক্ষমা চায়।

বলে ভুল হয়ে গেছে। এক পর্যায়ে গাড়ির ১০ জন যাত্রী সবাই অনুনয় বিনয় করে। অনুরোধ করে। অফিসের সময়-তাড়া আছে বলে বিবেচনা দাবি করে। কারও দাবিই সিপাহীর কানে অথবা মাথায় পৗছায় না।

হাটুর বুদ্ধি দিয়ে আমাদের শাসিয়ে ফিরিয়ে দেয়। মামলার হুমকি দেয়। অগত্যা আমাদের ফিরে আসতে হয়। তারপর দীর্ঘ জ্যাম-পথ পাড়ি দিয়ে যখন অফিসে পৌছাই তখন অলরেডি এক ঘন্টা লেট। ১০ জন মানুষের কর্মঘন্টা হিসেবে ১০ ঘন্টা ছিনতাই হয়ে গেল শুধু হাটুর বুদ্ধির জোরে....আজ সকালে।

এরই নাম কপাল!!!!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.