ফুঁসে উঠেছেন ঢাকা, গাজীপুর, টাঙ্গাইলের মির্জাপুর, সাভার-আশুলিয়াসহ বিভিন্ন এলাকার পোশাকশ্রমিকেরা। গতকাল সোমবার তাঁরা দুই শতাধিক যানবাহন ভাঙচুর করেছেন। হামলা চালিয়েছেন অন্তত তিনটি কারখানায়। আগুন ধরিয়ে দিয়েছেন অ্যাম্বুলেন্সসহ কয়েকটি যানবাহনে।
পূর্বঘোষণা ছাড়াই তিনটি কারখানা বন্ধের প্রতিবাদে গতকাল সোমবার রাজধানীর মহাখালী লিংক রোড থেকে বনানী পর্যন্ত সড়ক প্রায় ছয় ঘণ্টা অবরোধ করে রাখেন পোশাকশ্রমিকেরা।
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের ছয়টি পোশাক কারখানার শ্রমিকেরা তিনটি কারখানায় ভাঙচুর চালান। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা জানিয়েছেন বিস্তারিত:
রাজধানী ও এর আশপাশ: সাভারের উলাইল, রেডিও কলোনি ও আড়াপাড়া, আশুলিয়ার শিমুলতলা, জামগড়া, জিরাব, জিরানী, কাঠগড়া, নরসিংহপুর ও বাইপাইলে বিক্ষোভ মিছিল করেন পোশাকশ্রমিকেরা। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষও হয়। শ্রমিকেরা একটি অ্যাম্বুলেন্স ও একটি ট্রাকে আগুন দেন। এ সময় প্রায় ২০০ যানবাহন ভাঙচুর করা হয়।
শ্রমিকেরা সোহেল রানার ফাঁসি দাবি করেন। এ সময় কিছু কিছু স্থানে স্থানীয় সাংসদ তালুকদার তৌহিদ জং মুরাদ ও সাভার পৌরসভার মেয়র রেফাত উল্লাহকে গ্রেপ্তারের দাবি জানানো হয়।
শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়লে গতকাল সাভারের একটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। আশুলিয়ার দুই শতাধিক কারখানা সকালে ছুটি ঘোষণা করা হয়। দুপুর ১২টার দিকে কয়েক হাজার শ্রমিক সাভারের উলাইল এলাকায় মিছিল বের করে মেয়রের মালিকানাধীন কর্ণপাড়া থ্রেট অ্যান্ড ইয়াং ডায়িংয়ে বাইরে থেকে ইটপাটকেল নিক্ষেপ করেন।
পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে শ্রমিকেরা খেপে গিয়ে পাশের আরও কয়েকটি কারখানায় হামলা চালান। পরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।
এদিকে তিনটি পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে গতকাল মহাখালী লিংক রোড থেকে বনানী পর্যন্ত সড়ক প্রায় ছয় ঘণ্টা অবরোধ করে রাখেন পোশাকশ্রমিকেরা। ঢাকার মহাখালীর বে প্যাসিফিক এন্টারপ্রাইজ, নিউ ওয়ার্ল্ড অ্যাপারেলস ও নাসা ফ্যাশনসের কারখানা ভবনে ফাটল দেখা দেওয়ায় তা ঝুঁকিপূর্ণ হিসেবে শনাক্ত এবং বন্ধ করে দেওয়া হয়। সকালে শ্রমিকেরা কারখানায় যাওয়ার পর মালিকপক্ষের প্রতিনিধি জানান, ভবনটি ঝুঁকিপূর্ণ, তাই এটি বন্ধ করে দেওয়া হচ্ছে।
ক্ষুব্ধ শ্রমিকেরা এ ঘোষণা শোনার পর সকাল সাড়ে নয়টার দিকে মহাখালীতে অবস্থান নেন।
মির্জাপুর (টাঙ্গাইল): মির্জাপুরের গোড়াই শিল্পাঞ্চলের ছয়টি পোশাক কারখানার শ্রমিকেরা গতকাল তিনটি কারখানায় ভাঙচুর চালিয়েছেন। এ সময় তাঁরা মহাসড়ক প্রায় আধা ঘণ্টা অবরোধ করে রাখেন। এ ঘটনার পর শিল্পাঞ্চলের ছয়টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
পুলিশ ও এলাকাবাসী জানান, সকালে খান গার্মেন্টসের শ্রমিকেরা রানা প্লাজা ধসের ঘটনায় নিহত শ্রমিকদের স্মরণে এক দিনের জন্য (সোমবার) কারখানা বন্ধের দাবি জানান।
কিন্তু কর্তৃপক্ষ দাবি না মানায় বেলা তিনটার দিকে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। অবরোধের সময় কিছু শ্রমিক কমফিট কম্পোজিট নিট লিমিটেড কারখানার কার্যালয়, খান গার্মেন্টস ও সাউথইস্ট টেক্সটাইল কারখানার ফটকে ভাঙচুর চালান।
গাজীপুর: তেলিপাড়া ও কোনাবাড়ী এলাকায় অবরোধ করেন শ্রমিকেরা। মহাসড়কে পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে। এ পরিস্থিতিতে গাজীপুরের প্রায় সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
পুলিশ ও এলাকাবাসী জানান, বিজিএমইএ ও বিকেএমইএর ঘোষিত দুই দিনের ছুটি শেষে গাজীপুরের পোশাক কারখানা সকালে খুললেও বেলা ১১টার দিকে মহাসড়কে নেমে আসেন শ্রমিকেরা। তাঁরা তেলিপাড়া, সালনা, ভোগড়া বাইপাস, মালেকের বাড়ি ও কোনাবাড়ী এবং কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ও মৌচাক এলাকায় মহাসড়ক অবরোধ করেন। তাঁরা বেশ কিছু যানবাহন ভাঙচুর করেন এবং ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালানোর চেষ্টা করেন। চান্দনা চৌরাস্তা এলাকায় পোশাকশ্রমিকদের নাশকতা ঠেকাতে পরিবহনশ্রমিক ও ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে পোশাকশ্রমিকদের ধাওয়া করেন। এ সময় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ও বিজিবি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান জানান, পুলিশ শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে বেলা দেড়টা থেকে যান চলাচল স্বাভাবিক হয়।
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ পোশাকশিল্প এলাকাগুলোতে গতকাল সকাল থেকে বিজিবি মোতায়েন করা হয়েছে। জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল জানান, শনি ও রোববার সারা দেশে তৈরি পোশাক ও নিট পোশাক কারখানা বন্ধ ছিল। সোমবার থেকে সেগুলো খোলা হয়েছে।
এ সময় যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য বিজিবি মোতায়েন করা হয়েছে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।