নিজে মরণব্যাধিতে আক্রান্ত। অথচ সেই ক্ষোভ মেটালেন একজন বা দুজনের ওপর নয়, একেবারের ৩২ নারীর ওপর। এমনই ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে।
সেখানকার মিসৌরি অঙ্গরাজ্যের লিন্ডেনউড বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র এইডসে আক্রান্ত হয়েছেন। আর তাই ক্ষোভে মেটাতে ৩২ নারীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছেন তিনি।
শুধু তাই নয়, প্রত্যেকবার যৌন সম্পর্ক স্থাপনের সময়, সেসব দৃশ্য ক্যামেরাবন্দিও করেছেন ওই যুবক।
জানা যায়, ২২ বছর বয়সী মিশেল জনসন কিছুদিন আগে জানতে পারেন তিনি এইচআইভি পজেটিভ। কিন্তু তা জানা সত্ত্বেও, সে পরপর ৩২ নারীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ফলে মারণ জীবাণু ছড়িয়ে পড়ে ওই ৩২ নারীর শরীরেও।
ইতোমধ্যে পুলিশ জনসনকে গ্রেফতার করেছে।
পুলিশ ধারণা করছিল, কয়েকজনকেই আক্রান্ত করেছে জনসন। কিন্তু পরে জনসনের সেক্স টেপ আবিষ্কারের পর, সেই ধারণাও ভুল প্রমাণিত হয়। সেন্ট চার্লস কাউন্টির বিচারক টিম লোহমার বলেন, জনসনের ল্যাপটপে ৩২টি ভিডিও পাওয়া যায়। যেখান থেকে জানা গেছে, তিনি ৩২ জন নারীর সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হন। চার মাসের মধ্যে এই ভিডিওগুলো শ্যুট করা হয়।
পুলিশ জানায়, ওই ৩২ নারীর কেউই জানতেন না যে জনসন এইচআইভিতে আক্রান্ত এবং সে সমস্ত কিছুই ক্যামেরাবন্দি করে রাখছে।
ঘটনার পরই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আক্রান্ত নারীদের খুঁজে বের করার চেষ্টা করছে। দোষ প্রমাণিত হলে জনসনের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।