স্বপনের সমাধি খোঁড়া এ জীবন ... মনের গোপন ঘরে যে শ্বাপদ ঘর করে তাকেই লালন করে চলা এ জীবন! ঘন্টা খানিক আগে আবদুল্লাহ আবু সায়ীদকে ক্ষমা চাইতে হবে’- দেশটা কি মগের মুল্লুক!! শিরোনামে একটা পোষ্ট দিয়েছিলাম। কিছুক্ষন যেতে না যেতেই দেখি আমার পোষ্টটি প্রথম পাতা থেকে হাওয়া! প্রথমে বিশ্বাস করিনি, ভেবেছিলাম আমার কোথাও ভুল হচ্ছে, মনে হয় আমিই খুজে পাচ্ছি না। সামুতে সাড়ে ৩ বছরের ব্লগিং জীবনে এমন ঘটনা প্রথম ঘটল! আমি এবিষয়ে কিছু বলব না, স্বতীর্থদের কাছে অনুরোধ, দয়াকরে পোষ্টটি পড়ে দেখেন এখানে সামুর নীতিমালা ভাংগার মত এমন কি আছে যে তারা এমন আচরণ করল! যখন কোন কিছু কারো সাথে শেয়ার করার ইচ্ছা জাগে অথবা চারিদিকের অনাচারে যখন দম বন্ধ হয়ে যায় তখন এখানে এসে ভার্চুয়াল কিছু মানুষের সাথে শেয়ার করে মনের ভারকে একটু হাল্কা করি। এছাড়া ব্লগিংয়ের আর কি ক্ষমতায় বা আছে?? সেখানেও যদি আমাদের কন্ঠ রোধ করা হয় ... সামু কতৃপক্ষের কাছে অনুরোধ, আমার লেখায় যদি সামুর কোন নীতিমালা ভঙ্গ হয় তাহলে আমাকে সেটা জানিয়ে আমার নিক ব্যান্ড করুন! অথবা আপনাদের স্লোগান “বাঁধ ভাঙ্গার আওয়াজ” পরিবর্তন করে অন্য কিছু রাখুন !! আর কিছু বলার নেই ...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।