আমাদের কথা খুঁজে নিন

   

অমীমাংসিত প্রশ্ন

সকল প্রশংসা মডারেটরদের

নিষিদ্ধ ইতিহাসে চোখ ফেলে দেখি অন্ধকারে পড়ে আছে কতগুলো রক্তের ছিঁটেফোটা ভালোবেসে আমি তো ইতিহাস হতে চেয়েছিলাম। মহাকালের পানে উঁকি দিতে গিয়ে দেখি কত সম্ভবনার অমীমাংসিত মৃত্যু। যেখানে জন্ম হয়েছিলো রক্তের সেই সীমাহীন যন্ত্রনা আজ বাতাসের উষ্ণতায় জলীয় বাষ্প। প্রজন্ম একদিন প্রশ্ন করে বসবে, কি করলে? উত্তর মিলবে না..... অমীমাংসিত, তোমার কাছে ফিরে আসি, ভালো আছ তো? কবিতা লিখো এখনও-- নাকি ছিড়ে ফেলে গান গাও ইচ্ছে মতো, কিংবা কাঁদ কি সময় করে? নির্বাসনেই থেকে গেলে কবে ফিরবে বল তো? সিগারেট গুলো আমিই সব শেষ করলাম নিকোটিনের যে কি জ্বালা তুমি বুঝতে পারলে না। যখন বুকের ভিতর চিন চিন করে ব্যাথা উঠে তোমার অজানাই থেকে গেল।

সে যাই হোক, বিষয়টা তোমাকে জানবো জানবো করে- আজও জানানো হলো না বলে আমার মনটাও বেশি একটা ভাল নেই; প্রতিদিন ভাবি, তোমাকে আজ ঘটে যাওয়া একেবারে খুব ছোট্ট ঘটনাটিও বলবো কিন্তু সময়ের এই দুরহ বাস্তবতায়- তোমার কাছাকাছি আসতে পারি না। কত অসহায় আমি একবার চিন্তা কর। বিশ্বাস কর আমি তোমার খুব কাছে যেতে চাই যতটা কাছে গেলে, তোমার নরম বুকে, আমার অশ্লীল কষ্টগুলো- তুলে ধরতে পারি। তোমাকে নিয়ে আমি খেলতে চাই,দৌড়াতে চাই সবুজ ঘাসের উপর দাড়িয়ে, দিগন্তের দিকে আনমনে তাকিয়ে থাকতে চাই। কত কিছু যে চাই, বলে বোঝাতে পারব না।

চাইলেও কি মানুষ সব কিছু করতে পারে, হয়তো পারে আবার হয়তোবা না। তোমাকে আমি খুঁজি অনেকগুলো জায়গায় আমার কিছু খারাপ অভ্যেস আছে; খুব ছোট ছোট, সেখানে তুমি আলোছায়ার মতো খেলা কর। আমি ভালো নেই, তুমিও কি? নাকি এখনও স্বপ্ন দেখ- নতুন সুর তুলবে জীবনের পথচলায়। যাই কর, তুমিও যেখানে আমিও সেখানে। দুজনেই একসাথে, মুখোমুখি, আবার, নাও হতে পারে।

চৌদ্দটি শিক আমাদের ভাবায় প্রতিনিয়ত...... জেল থেকে আমাদের বলা কথাগুলো শেষ হয় না। আমরা বলে যাই.........বেঁচে থাকা পর্যন্ত তারপর মৃত্যু!


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।