------------------------- ১. গোধূলি শেষে সন্ধ্যার আনাগোনা প্রকৃতিতে কর্ম-ক্লান্ত যুবক একাকী বিষণ্ণতায় আনমনে হেটে যায় না , তার নেই কোন নির্দিষ্ট গন্তব্য … হেটে চলেছে কোন কালো পিচের রাস্তা ধরে কোন হারিয়ে যাওয়া গন্তব্যে … কি ভীষণ একাকীত্ব ভর করেছে চোখে , মনে , প্রতিটি পদক্ষেপে .. যুবকের দুটো ধূসর চোখ জুড়ে কত অমীমাংসিত স্বপ্নের জাল বুনেছিল … সবুজ শ্যাওলা ধরা অন্ধকার দেয়ালের পৃষ্ঠে সেই অগুনিত স্বপ্ন আজ বাসা বেধেছে … রঙ্গিন স্বপ্ন গুলোর মাঝে ঘামার্ত , কর্ম-ক্লান্ত যুবকের ঠাই হই নি বলে … হেটে চলেছে সে কোন এক গহীন দুঃস্বপ্নের বনে … ২. নীল আকাশের বুকে চাঁদটাকে স্থান করে দিবে তাই একেলা দূপুরের সেই তপ্ত সূর্্যটা নিভে গেল … সৌরগতের সীমানা পেরিয়ে হাজারো আলোকবর্ষ দূরে চুপি চুপি জ্বলে থাকা সেই নক্ষত্র গুলোর মাঝে যেন নিসঙ্গতায় ভর করছে … নেবুলা , গ্যালাক্সি গুল যেন বিষাক্ত স্মৃতির প্রতিবিম্ব.. তবুও আবদ্ধ হয়ে যাই সেইসব প্রতিবিম্বের জালে… ৩. কোন এক বিষন্ন সন্ধ্যায় এক পশলা বৃষ্টিতে ধুয়ে গেছে সমস্ত ব্যস্ত শহরের রাজপথ … একলা দাঁড়ানো সোডিয়াম বাতি গুলোর আলো প্রতিবিম্ব হয়ে রয় বৃষ্টিসিক্ত পিচ ঢালা রাস্তা গুলোর পৃষ্ঠে … বিস্তির্ন আকাশে কালো মেঘের মাঝে উকিঝুকি দেওয়া চাঁদ টাকে বড় বেশি অসহায় মনে হচ্ছে আজ ! তামাকের বিষাক্ত ধোঁয়া বায়ুমন্ডলে মিশিয়ে দিয়ে ছুটে চলেছি উদ্দেশ্যহীন … যে সময়ের হয়তো শেষ নেই , কিংবা মিশে গেছে কোন এক অজানা ইন্দ্রজালে … (মূল লিখা )
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।