আমাদের কথা খুঁজে নিন

   

সাবাস পাপিয়া! বি,এন,পিতে অন্তত একজন সাহসী ও সৎ নেত্রী আছে।

যত দিন থাকবে পৃথীবি ততদিন থাকবে সামু।

গত কয়েক দিন যাবৎ ভিবিন্ন ইলেকট্রনিক্স গণমাধ্যমে বি,এন,পি মহিলা সংসদ সদস্যে আশিফা আশরাফী পাপীয়ার একটি অডিও রেকর্ড প্রকাশ পায়। প্রথমে বিশ্বাস করিনি এটা পাপিয়ার কন্ঠ, আমি বা আমার কেউ এটা বিশ্বাস না করলেও কিন্তু পাপিয়ার নিজ দল বি,এন,পি হতে দাবী করা হচ্ছে এটা পাপিয়ার নিজের কন্ঠ, প্রথমে শোনা যাক পাপিয়া কি বলেছিল - ঐ অডিওতে শোনা যাচ্ছে পাপিয়া একজন বি,এন,পি সমর্তক বা কর্মীর সাথে ফোনে কথা বলতেছে। তাতে শোনা যায় পাপিয়া সিনিয়র বি,এন,পির ভাইস চেয়ারম্যান খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের ব্যাপারে বেশ কয়েকটি বাক্য উচ্চারণ করেন। উল্লেখ যোগ্য বাক্য গুলো হলো।

১ ) তারেক রহমানের রুচি আর পাল্টালোনা। ২) উনি মেট্রিক পাশের বাইরে কাউকে পচন্দ করেনা। ৩) তারেক রহমানের মাথা খারাপ হয়েগেছে। ৪) রাবিশ। ( তারেক রহমান কে উদ্দেশ্য করে) ৫) এক্কে বারে রাবিশ।

( তারেক রহমান কে উদ্দেশ্য করে) ৬) উনি তো পচন্দ করেনা কোন ভাল লোকে, ভদ্র লোককে যোগ্য লোককে। ( তারেক রহমান কে উদ্দেশ্য করে) অডিও টেপটির লাষ্ট অংশে শোনা যায় পাপিয়া খুবই দুঃখ আর দীর্ঘ্য শ্বাস ফেলে হতাশার সহিত বলেন, এই দলতো করতে ইচ্চা করেনা ( মানে বি,এন,পি করতে ইচ্চা করেনা) অডিও টেপটি সত্য নাকি মিথ্যা সেই বির্তকে যাব না, এখন মুল বির্তক দেখা দিয়েছে পাপিয়ার নিজ দল যে খানে এই অডিওটেপটি মিথ্যা বলে দাবী করার কথা সেখানে উল্টো বি,এন,পি হতে দাবী করা হচ্ছে পাপিয়ার অডিও টেপটি সত্য এবং তা পাপিয়ার নিজের। সুতরাং এতে প্রমাণিত হয় আসলে ঐ অডিও টেপটি সত্য নাকি মিথ্যা। পাপিয়ার অডিও টেপটি সত্য বা মিথ্যা যাই হোক না কেন কথা গুলো ছিল চিরন্তন সত্য , তারেক রাহমান কোন স্তারের নেতা তা বুঝার আর বাকী নেই, যে নেতা নিজ দেশের অর্থ বিদেশে পাচার করে ধরা খায়, আবার মামলার গ্রাফতার এড়াতে বিদেশে পালিয়ে যায়, বিদেশে পালিয়ে গিয়ে অন্যদেশের কাছে রাজনৈতিক আশ্রয় ভিক্ষা চায়, লন্ডন হতে সৌদিয়া আসতে পারে কিন্তু নিজ দেশে আসতে পারেনা। সুতরাং এতে প্রমাণিত হয় তারেক রহমান আসলেই একজন আপরাধী।

ধন্যবাদ পাপিয়াকে সত্য প্রকাশ করার জন্য, পাপিয়ার সাহস আর সততার জন্য তাকে সালাম আবারো, দেশে দরকার পাপিয়ার মত সাহসী নেত্রী চোরের মত তারেক রহমানকে নয়। তারেক রহমানের সর্ম্পকে সত্য কথা বলায় পাপিয়ার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করতেছে বি,এন,পি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.