অথৈ তন্দ্রার ঢেউ
(ভাল লাগতেসে না কিসু... অনেক আগের লেকা একটা কোবতা পোস্টাইলাম... )
আমাদের হৃদয়ের রঙ, অধীর বধির মন
খুব ধীরে গাঢ় হয়,
পরিপক্ক হয়ে ওঠে বেদনা জারকে।
ভুলে যাওয়া পথেদের অভিমান ঢাকা পড়ে
ধুলির চাদরে। আমরা হাঁটি না আর -
নিরাকার হয়ে উঠি বাতাসের মতো;
আমাদের আর কোন পদচিহ্ন কোথাও পড়ে না।
পাঠশালা সেই কবে ছুটি হয়ে গেছে
পাঠাভ্যাস নেই তাই ভুলে গেছি প্রেমপ্রকৌশল।
কোন একদিন আমরা- ক'জন জমাট বেদনা,
কতিপয় মন কেমন কেমন,
কিছু অহেতু বালক-
হাস্নাহেনার ঘ্রাণ চুরি করে চুপিসারে
যাত্রা করি দিকশূন্য গোলার্ধের দিকে।
সেই থেকে,
সব পথ অভিমান ভুলে গিয়ে অপেক্ষা শিখেছে,
বাতাসেরা শুধু জানে ঘূর্ণিসূত্র, হু হু শব্দস্রোত।
আর তুমি ক্রমে আরো ছায়ানিষ্ঠ হয়ে ওঠো;
কিছুতেই বুঝতে পারো না কেন মাঝরাতে
বিড়ালের গোঙানি শিশুর কান্না ভেবে ভুল কর।
তোমার প্রাঙ্গণ জুড়ে টুকরো টুকরো হয়ে
রঙধনু পড়ে থাকে। খুব সাবধানে তুমি
পা বাঁচিয়ে হেঁটে যাও
ঘরহীন গৃহে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।