আমাদের কথা খুঁজে নিন

   

ভুলে যাবার কার্যকারণ

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

ভুলে যাবার কার্যকারণ শাফিক আফতাব..................... ভুলে গেছি : কেনো না যে তুমি গোলাপ দিয়েছিলে__সেই তুমি দিয়েছো বিষ; যে তুমি ভালোবেসেছিলে__সেই তুমি এখন নিরামিষ। ভুলে গেছি : কেনো না যে তুমি ছিলে আবহমান বাংলার রূপ__সেই তুমি আজ উদ্ধত নাগরিকা ; যে তুমি ছিলে শাশ্বত সুন্দর এক গার্হস্থ্য জীবনের প্রতীক__ সেই তুমি আজ ভীষণ অলীক।

যে তুমি আমাকে প্লুত করেছিলে__ এখন অহমিকায় কুঁজো করছো মেরুহাড় ; যে তুমি আমাকে ঋদ্ধ করেছিলে__ এখন যন্ত্রণার ভাঁগাড়। ভালোবেসেছি__কেনো না তুমি দিয়েছেলে ফুল__ভুলে গেছি : কেনো না তুমি যে ভুল হয়ে ফুটলে। ০৪.০৯.২০১৩

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.