আমাদের কথা খুঁজে নিন

   

কার্যকারণ

বিপর্যয়ের হেতু সুপরিস্কার : সর্বদা, সর্বত্র অতীত আর ভবিষ্যতে করিয়াছি বাস। পিছনের অনুশোচনা বা আগামীর পরিকল্পনার দুঃখ বা স্বপ্নে বিভোর। এইভাবে, বর্তমান গিয়াছে চলে, জ্যোৎস্নার আলো হয়ে। অথচ, সম্ভবনা ছিলো সুমহান; অপরিসীম সুযোগ এসেছিলো— কলম্বাসের সৌভাগ্যের মতন। তথাপি, পুরনো বন্ধু আজ শত্রুও নয়, তারও চেয়ে পর। পুরাতন প্রেমিকা অন্যের বাহুলগ্না— স্বামীর আদরে-আহ্লাদে আনন্দে আটখানা। ঝড়ের আঘাতে গগণশিরিষ উপড়ে পড়ে; তবু দোষ তো বাতাসের নয়, অপরিপক্ব শিকড়ের। ২৭/০৪/১২

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।