আমাদের কথা খুঁজে নিন

   

নেগেটিভ থিংকার্স.....

এই পৃথিবীতে শুধুমাত্র দুই রকমের মানুষ আছে। ভালো মানুষ যারা ভালো কাজ করে। আর খারাপ মানুষ যারা খারাপ কাজ করে। এটাই মানুষদের মধ্যে একমাত্র পার্থক্য। আর কোন পার্থক্য নেই... আমি ভাল মানুষ...☺☺☺

আমার বয়সটা বর্তমানে একদম মধ্য।

অনেকে এটাকে বলে টিন-এজার। টিন-এজারের মধ্য পর্যায়ে আছি বোধ হয়। আর ৩বছর। আজকে লিখবো আমাদের দেশের কিছু মানুষের মন মানসিকতা নিয়ে। আমি কোন গবেষক নই।

গবেষণা করে লিখছি না। তাই হয়তো আমার লেখাটি ভুল হবে। কোন কিছু ভুল বললে সংশোধন করে দেবার জন্য অনুরোধ করলাম। আমরা রাস্তা দিয়ে গেলে বয়স্ক কাউকে দেখলে স্বভাবতই অনেকে সালাম দেই। কিন্তু বয়স্ক লোকটা যদি আমাদের বয়সী কোন মেয়ের বাবা হয় তাহলে কিন্তু কপালে দূঃখ আছে।

সে ভাববে নিশ্চয়ই তার মেয়ের সাথে লাইন আছে। নাহলে তাকে সালাম দিতে যাবো কেন!? এই সমস্যায় বেশি পড়তে হয় আমার বয়সীদের। ব্যাপারটা আমি বুঝি। এখন কথা হল, আমার কি তার মেয়ের সাথে কোন কিছু চলে? অবশ্যই না। দেখা যাবে তার মেয়ে আমি আমার বোনের চেয়েও বেশি শ্রদ্ধা করি।

এইসব ভেবে সালামটা শেষ পর্যন্ত দিলাম না। কি দরকার এত ভাল হওয়ার! সালাম না দিলে দেখা যায় আরো বড় বিপদ। ওই লোক সবাইকে বলে বেড়াবে ছেলেটা বেয়াদপ। তার সাথে রাস্তায় দেখা হল। আর সালামও দিলোনা।

তাহলে দেখা গেল সালাম দিলেও দোষ, আর না দিলেতো কথাই নেই। এইসব ব্যাপারে আমাদের অনেক সময় বিপাকে পড়তে হয়। আসলে সমস্যাটা কিন্তু আমাদের ছেলেদের নয়। সমস্যা সেইসব লোকের মন মানসিকতায় যারা এরকম মনে করে। তাদেরকে বলছি।

প্লিজ... বি পজেটিভ। (পোস্টের সমস্ত ঘটনা কাল্পনিক। লেখার স্বার্থে কাহিনীগুলোকে সাজানো হল। কিন্তু এটাই বাস্তবতা। বাস্তবতা বড়ই কঠিন।

)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।