আমাদের কথা খুঁজে নিন

   

নেগেটিভ আর নেগেটিভ

যে দিকে তাকাই নেগেটিভ আর নেগেটিভ । অনেক দিন আগের কথা পিকনিক এ গিয়ে খুব সখ করে কিছু ছবি তুললাম বলতে গেলে জীবনের প্রথম ছবি। সব কিছু ঠিক করে যখন স্টুডিও তে দিলাম বলে নেগেটিভ নষ্ট হয়ে গেছে। পড়া লেখা করি ক্লাসের সেরা ছাত্র এমনকি একাধিকবার সম্মিলিত মেধা তালিকায় ও সেরা হইছি। কিন্তু যখন এসএসসিতে ফলাফল খারাপ করলাম বড় ভাই বলল মাথায় নেগেটিভ চিন্তা ভাবণা ডুকছে??? বাদ সেই দিনের কথা ।

এরপরে আসি কলেজ লাইফে। একটা মেয়েকে ভাল লাগত। সেও আমার সাথে মিশত কিন্তু কিছুদিন পরে দেখি অন্য ছেলের সাথে খুব বেশী মিশে। পরে আমি জেরা করলে বলে ছিঃ ছিঃ তোমাকে আমি অনেক ভাল মনে করতাম। আচ্ছা তোমরা ছেলেরা এমন কেন কারো সাথে একটু একটু মিশলেই নেগেটিভ চিন্তা ভাবনা কর।

অবশ্য তার সাথে সম্পর্কের ফলাফলটাও নেগেটিভ হয়েছিল। এরপর আরো বড় হলাম নেগেটিভ আরো পেয়ে বসল। রাত জেগে নেট চালাই দিনে ঘুমাই ফলাফল নেগেটিভ চোখমুলহ গর্তে। প্রচন্ড থান্ডা কম্বল মুড়ি দিয়ে নেটা চালানোর মজাই আলাদ। কিন্তু এইখানেও বিদ্যুৎ নেগেটিভ বার বার লোডশেডিং।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।