nirobpothik_bd@yahoo.com
গত সপ্তাহে যেতে পারিনি বসুন্ধরায়...মনটা খারাপ ছিল...ভেবে রেখেছিলাম এই সপ্তাহের দুইদিনের একদিন অবশ্যই যাবো...শুক্রবার একটা কাজের জন্য যেতে পারলাম না...এর মধ্যে একটি দূর্ঘটনার কথা শুনে মনটা ভীষন খারাপ হয়ে গেল...শনিবার ঠিক করে রেখেছি বিকেলে যাব...কিন্তু কি ভাগ্য...আমার ক্লাস শেষ হলো বিকেল ৫.৪৫ এ...তারপর যাওয়ার প্রস্তুতি নিচ্ছি এমন সময় ফোন এলো আমাদেরই একজন সাইফুল সামিনের (দূর্ঘটনায় আহত) রক্তক্ষরণ হচ্ছে..ওর দুটি পা-ই কেটে ফেলতে হয়েছে....রক্ত লাগবো...ভাগ্যই বলতে হবে ওর ও পজেটিভ...আমারও একই গ্রুপের রক্ত...ক্লাস শেষ হতেই আর বসুন্ধরা যাওয়া হলো না শাশ্বতের জন্য....ছুটে গেলাম পঙ্গু হাসপাতালে সামিনের জন্য রক্ত দেবো বলে...যাওয়ার পথে বসুন্ধরায় উপস্থিত এক ব্লগারকে ফোন করে বললাম...সেও বললো যাও রক্ত দিয়ে আসো...যেতে যেতে মনে হচ্ছিল শাশ্বতের জন্য বসুন্ধরার চারদিনের একদিনও কিছু করতে পারলাম না...তবে এই ভেবে একটু শান্তনা ছিল...তরুন সাইফুল সামিনের জন্য একটু সাহায্য করতে পারছি....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।