আদর্শটাকে আপাতত তালাবদ্ধ করে রেখেছি...
কালকে দিনের শেষটা ভাল কাটল। এয়ারপোর্টে যাওয়া হয় নি, কিন্তু যাবার ইচ্ছে ছিল। এদেশে তো বাংলাদেশীই কম...বাংলাদেশকে চেনাতে রেষ্টুরেন্টগুলো দেখাতে হয়। রেষ্টুরেন্ট এর সংখ্যাও কম। সেই দেশ আয়ারল্যান্ডে গতকালকে আসল বাংলাদেশ-এ ক্রিকেট দল।
বেশ ভাল লাগছে। আজ কালকে বন্ধুরা আমার জ্বালায় টিকতে পারবে বলে মনে হয় না...আর যদি দল ভাল খেলে তাহলে তো কথাই নেই, তাদের চামড়াই তুলে ফেলব..হাহ হা। মনে পড়ে বিশ্বকাপের কথা। যেদিন বাংলাদেশ হেরে গেল সেদিন কোথায় যেন গিয়েছি ট্যাক্সিতে করে। ট্যাক্সি ড্রাইভার বেশ রসিক লোক।
আমাকে দেখেই তার কি মনে হল, একগাল হেসে জিজ্গেস করে বসল, তুমি কি বাংলাদেশের লোক? আমি আর যাই কই, বললাম হ্যা..তারপর শুরু হল ওই বেটার বিশ্বকাপ বিষয়ক কপচানী। এমনিতে আইরিশরা ক্রিকেট নিয়ে কোনরকম মাতামাতি করে বলে দেখিনি। এখানে এই খেলা জনপ্রিয় না। লোকে জানেও না তেমন। কিন্তু ওই ট্যাক্সি ড্রাইভার ভদ্রলোক আমাকে একেবারে ছ্যাড়াবেড়া করে ছাড়ল।
হেরে গেছে বাংলাদেশ দল...একটু তো যন্ত্রনা সইতে হবেই।
সেই যন্ত্রনার রেশ প্রায়ই জুটে আমার বন্ধুদের কপালে... সেবার আইরিশ দল বাংলাদেশে গিয়ে হেরে এল...আমার ধারে কাছে তখন ভীরতে চাইত না কেউ এইবারের আবহাওয়া রিপোর্ট এখনও পায় নি। কালই পেয়ে যাবে। এখন প্রার্থনা বাংলাদেশের ছেলেরা যেন আমাকে সে সুযোগটুকু করে দেয়।
আগামীকাল ২৩ জুন বাংলাদেশ এ দল তিনদিনের ম্যাচ শুরু করবে আইরিশ এ দলের সাথে কলেজ পার্ক এ।
এরপর ২৭ তারিখে এগলিংটন এ ২০/২০, ব্যাঙগর ও স্টারমন্ট এ জুন ২৯ ও জুলাই ১ এ ওয়ানডে ম্যাচ।
অনেকদিন পর উত্তেজনা অনুভব করছি। ভাবতেই কেমন জানি লাগছে আমার দেশের ক্রিকেট দল এ দেশে এসেছে। আমি মাঠে যাব...নিজের দেশের দলের জন্য চিৎকার দিয়ে গলা ফাটাব....
এ দলে আমার একটা ছোটভাই আছে....ওকে বলে দিয়েছি...না জিতলে খবর আছে..। তবে আইরিশ টিম নাকি বুড়োদের নিয়ে দল সাজিয়েছে।
অভিজ্গ ব্যালেন্সড টিম। সে তুলনায় বাংলাদেশ দলে কেবল রাজিন সালেহ আর সৈয়দ রাসেলকেই ধরা যায় অভিজ্গ। দেখা যাক কি হয়।
তবে আমার বিশ্বাস, এরা উড়িয়ে দেবে আইরিশ দলকে। আর তা হলে অন্তত কিছু আইরিশদের উপর দিয়ে রন্টি নামের হ্যারিকেন বয়ে যাবে কিছু দিন রন্টি হয়ে যাবে আয়ারল্যান্ড এর টিশক! হাহ হা...
টিশক: আয়ারল্যান্ডের প্রাইম মিনিষ্টারকে এরা টিশক বলে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।