ওয়ার ক্রাইমস ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির আহবায়ক ডা. এম এ হাসান বলেছেন, ব্রিটিশ মেডিকেল জার্নালে মুক্তিযুদ্ধে গণহত্যার ওপর প্রকাশিত প্রতিবেদন উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্ত্রিকর। গতকাল ঢাকায় আমাদের সময়কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, অতীতে এই জার্নালে বাংলাদেশসহ বিশ্বের নানা দেশের গণহত্যা নিয়ে যে বিভ্রান্তিকর তথ্য পরিবেশিত হয়েছিল তা তাদের প্রতিবেদনেই ওঠে এসেছে। সর্বশেষ প্রতিবেদনেও এ জার্নালটি বিভ্রান্তি থেকে বেরিয়ে আসতে পারেনি তা ভবিষ্যতে তাদের সংশোধিত প্রতিবেদনে ওঠে আসবে ।
ডা. হাসান প্রশ্ন তোলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাক বাহিনী ও তাদের এদেশিয় দোসরদের গণহত্যা বিষয়ে জার্নালটি মাত্র ২ লাখ ৬৯ হাজার মানুষকে হত্যার কথা বলেছে। তাদের আগের প্রতিবেদনে এই সংখ্যা ছিল মাত্র ৫৮ হাজার।
এখন প্রশ্ন হলো, এই গণহত্যার গবেষণার সঙ্গে কারা জড়িত ছিলেন? কত জন ছিলেন? এবং কখন গবেষণাকর্মটি করা হয়েছে?
তিনি বলেন, ওয়ার ক্রাইমস ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি আমার নেতৃত্বে ১৯ বছর যাবৎ কাজ করে আসছে। ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিকভাবে অন্যরাও গবেষণা করেছে। যেসব গবেষণার ফলাফল অনেক আন্তর্জাতিক সেমিনারে উপস্থাপন করা হয়েছে। কিš' জার্নালটির কেউ আমাদের কারো কাছ থেকে গবেষণা তথ্য-উপাত্ত সংগ্রহ করেনি। যদি তারা সংগ্রহ করতেন তাহলে ইতিহাস নিয়ে এই বিভ্রান্তি ছড়াতে পারতেন না।
ডা. হাসান আমাদের সময়ের মাধ্যমে জার্নালটিতে হণগত্যার সংখ্যাটি প্রত্যাখ্যান করে বলেন, সারাদেশে ৫ হাজার বধ্যভূমি আছে বলে স্থানীয় সূত্রগুলো থেকে নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে ৯২০টি বধ্যভূমি সনাক্তের পর গবেষণা করা হয়েছে। এর মধ্যে প্রতিটি বধ্যভূমিতে কমপক্ষে ৫০ থেকে ১০ হাজার পর্যন্ত মানুষের কঙ্কাল আবিষ্কৃত হয়েছে। যার মধ্যে পুরুষ ও নারীর অনুপাত ছিল ৬ঃ১। এই হিসেবে যদি গড়ে প্রতিটি বধ্যভূমিতে ১শ’ জন করেও কঙ্কাল ধরা হয় তাহলে গণহত্যার সংখ্যা দাঁড়ায় ৫ লাখ।
তিনি বলেন, বধ্যভূমির আশে-পাশের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্থানীয় বধ্যভূমিতে যতোগুলো মানুষের কঙ্কাল পাওয়া গেছে তা সর্বমোট নিখোঁজ মানুষের মাত্র ৩০ শতাংশ। আমরা গবেষণা করে বের করেছি, নিখোঁজ বাকি ৭০ শতাংশ মানুষের লাশ নদী পথে ভেসে চলে গেছে। যেসব নদীপথে লাখ লাখ মানুষের লাশ ভেসে গেছে এরকম ৮৮টি নদী এবং যেসব ব্রিজের ওপর থেকে লাশগুলো নদীতে ফেলে দেয়া হয়েছে এরকম ৬৫টি ব্রিজ সনাক্ত করা হয়েছে। তিনি বলেন, বধ্যভূমি থেকে আবিষ্কৃত কঙ্কাল গবেষণা করে দেখা গেছে, এদের ৩৩ শতাংশ গুলিতে এবং বাকিরা বেয়নেট দিয়ে খুঁচিয়ে অথবা অন্য কোনো উপায়ে হত্যা করা হয়েছে।
সূত্র : (Click This Link)
আমাদের মুক্তিযুদ্ধে প্রকৃত শহীদের সংখ্যা নিয়ে অনেকেই বিভ্রান্তি সৃষ্টি করে চলেছে।
ব্রিটিশ মেডিকেল জার্নাল বা যারা শহীদদের সংখ্যা নিমিষে কমিয়ে কখনো হাজারের কোটায় পর্যন্ত নামিয়ে আনছেন, তাদের কি উচিত নয় যে এই প্রশ্নগুলোর উত্তর দেয়া?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।