কবিতা এখন অস্ত্রের অধিকার
শব্দ শ্রমিক প্রিয় যেদ্ধা
তোমাকে খুব মনে পরে
বেলা অবেলায়
কখনো প্রেমে বা বিক্ষোভে
এখনো বড় দুসময়
শুধু মৃত্যুর মিছিল যায়
শ্রমিকের কৃষকের মধ্যবিত্তের
প্রতিকারহীন প্রতিটি প্রন্তর
শুধু স্বর্থের নগ্ন কোন্দল
তবু কিছু স্বপ্নবান প্রান
অশায় বাধে বুক
নতুন ভোরের প্রতাস্যায়
তুমি নেই তবু তোমার কবিতাগুলো
প্রতিদিন সংগ্রম করে
পুরনো সেই শত্রুদের সাথে
তাদের প্রতিটি চরন
বুনে দেয় বৃষ্টির বীজ
নতুন কবিত কিম্বা সংগ্রামের
রুদ্রোর ১৭তম মৃত্যুবর্ষিতে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।