আমাদের কথা খুঁজে নিন

   

কালো ওড়না

/

হাটু গেড়ে বসে থাকা পোশাকে উত্তরীয় দিন ব্লক প্রিন্টে পুণরাবৃত্তির ছাপ স্বপ্নের বুটিক ওড়নায় সেফটিপিন দিয়ে ঢাকা। হতাশ মানুষ গুলো কেমন করে যেন একত্রিত করে দুঃখ পত্রপতনশীল বৃক্ষের তলে কুড়ানী হয়ে দুঃখ কুড়ায় পিঠের উপর জ্বলজ্বলে সূর্য আশা যেন ব্যর্থতার দুঃস্বপ্ন ঘামজ্বর দিয়ে কল্পনা যায় উবে দোদুল্যমান দোলনায় মাথা কোটে অবয়বে শুন্য দৃষ্টি চোখ। হাতে লাঠি ভর দিয়ে নিম্নগামী দৃষ্টি কি আছে সামনে - দেখতে যেন অসম্ভব ভয় যেন পিছনে কেউ এল ধাক্কা দিতে নুব্জ কোমরে, দুর্বলতার কেন্দ্রবিন্দু হৃদয় পরিধি ধরতে অসমর্থ রক্তের প্লাবন থেমে পুকুরের মত স্থির আত্মবিশ্বাস ভেঙ্গে গিয়ে নতুন অভ্যুত্থানের সলিল সমাধি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.