আমাদের কথা খুঁজে নিন

   

মাথা খাটাইয়া কইনচেন দেহি

একটি ভীষণ না থাকাকে সঙ্গে নিয়ে প্রতি রাতে ঘুমাতে যাই

এক দেশে এক লোক ছিলো। সেই লোক একজনরে খুন করছে। বিচারে তারে ফাসি দিছে। ফাসি খাইয়া সে এখন দোজখে। দোজখের সার্ভিস প্রোভাইডাররা খুনি লোকটাকে কইলো, "জীবনে অনেক খারাপ কাম করলেও একটা ভালা কাম করছিলা।

সেটা হইলো রাজাকারদের ভোট না দেয়া। তোমার এই ভালো কামে "উপরঅলা" খুশি হইয়া তোমারে তিনটা রুমের যেকোন একটা মনমত পছন্দ করতে কইছে। " লোক তো বেজায় খুশি। খুশিতে বগল বাজাইতে বাজাইতে গেলো রুম বুকিং দিতে! প্রথম রুমে যাইয়া দেখে ১ বছর ধইরা না খাওয়া ১৭ পিস ক্ষুধার্থ সিংহ দিয়া রুম ভর্তি। লোকের মেজাজ গেলো বিলা হইয়া।

এখানে কেমনে থাকুম? লোকটা ভাবলো, পরের দুইটা আগে দেইখা লই। পরেরটাতে গিয়া দেখে আগুন আর আগুন। ছাদ পর্যন্ত আগুন দাউ দাউ করতাছে। গার্মেন্টসে যেমন আগুন লাগে, তেমন আগুন। লোকটা ভাবলো এরচেয়ে তো আগেরটাই ভালা।

পরের রুম দেইখা মেজাজ আরো খারাপ হইয়া গেলো। নিজামি আর গো.আজমরা এখানে বইয়া একজন আরেকজনরে চড়াইতাছে আর দুইজনেই কইতাছে তোর লিগা আমি এখানে আইছি এখন আপনারা এই লোকটাকে একটু সাহায্য করেন। বলেন তো কোন রুমে সে নিরাপদে থাকবো?: (কেউ মন্তব্য দেখবেন না। একজন সঠিক জবাব দিয়া ফেলছে , নিজে চেষ্টা করেন)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.