মানুষ সত্যকে জানতে চায়
বেঁচে থাকার জন্য
এবং কিছু হয়তো বিশ্বাস করার জন্য।
যখন তুমি ব্যথা পাও
ভেঙ্গে পড়ে মন
কিন্তূ তুমি হয়তো জাননা কারণ;
তোমার নীরব অশ্রু
হাজার বর্ষা রাত হয়ে সাথী তখনও...
মনের ঈষান কোনে উঁকি দিবে রংধনু
এতটুকূ আশায় বিরহী প্রহর গোনা...
চিরসত্য সেই ক্ষনে
তখনও আমি শুধু থাকবো তোমারই।
যদিও তোমাকে পাবার আশাগুলো
নিঃশেষ হয়ে আঁধার হবে মন...
দ্বিধা তোমার হৃদয়কে সন্দীহান করলেও
জেনো আমার হৃদয়ে শুধু তুমিই আছো।
আমার ভগ্ন হৃদয় ভাগ করে নিবে
তোমারই দুঃখ স্রোত...
এবং যা পারি তার চেয়েও বেশী করবো,
তবুও আমি থাকবো তোমারই।
আমরা চিরদিনের সাথী হতে পারতাম
একসাথে বেঁচে থাকার জন্য এবং
একসাথে অন্তহীন পথের পথিক হবার জন্য;
কিন্তূ যখনই আমরা মুখোমুখি
কিছু বলার জন্য
যা হয়তো আমাদের মনের
অভিপ্রায়ই থেকে যেত...
আমরা শুধু সময়ের শিকার!
যদি কোনদিন মনের জানালায়
এসে পড়ে আলো,
সেই পরিচিত জায়গায় ফিরে এসো
দেখে নিও হৃদয় ঘাটে তরী নিয়ে
তখনও আমি অপেক্ষায় আছি তোমারই।
নিষ্ঠুর পৃথিবী যদি কখনও
নিশ্চুপ করে দেয় তোমায়
জেনো আমি বসে আছি পাশাপাশি
জেনো আমি তখনও থাকবো তোমারই।
আমি এখনও বসে আছি
সেই স্বর্ণালী ভোরের প্রতীক্ষায়
যেদিন তুমি ধীর পায়ে এগিয়ে আসবে...
তোমার নূপুরের ধ্বনি শুধুই খুজবে আমায়!
আমি অবশ্যই বুঝে নেবো তোমার আহত হৃদয়
এবং ভেঙ্গে দিবো সকল বাঁধার পাহাড়...
দূর হবে সেদিন সকল মনের আঁধার...
জেনো আমি থাকবো শুধুই তোমার অপেক্ষায়
তখনো আমি থাকবো তোমারই......
জুলাই ১৭, ১৯৯৬
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।