আমাদের কথা খুঁজে নিন

   

কলিকাল

শঙ্খপাপ আমার

মহাকাল, এক অবিস্মরণীয় কবিতা লেখার জন্য কলম নিলাম আজ সাঁইত্রিশ বছর পরে; এবার তুমি সত্যি হেরে যাবে, হে মহাকাল। আমাদের সেই ভারী রাইফেল মরচে ধরেছে ঢের কাল আগে জানি। আমি বলব এক ধর্ষিত বাংলাদেশের কথা উঠতি ঢাঙর কিশোরীর আত্নহত্যা - রাজাকারের ফুলের আঘাতে লুন্ঠিত এক প্রভাতফেরী, শহীদমিনারের কথা। ফুলেরাও লজ্জিত ঐ বেহায়াপনায়, ঈশ্বর মুখ দাও ওদের, ভাষা দাও; চিৎকার করে কাঁদুক ওরা। আমাদের বন্দর, নগর আজ নংসপুক আমরাও সেপথগামী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।