আমাদের কথা খুঁজে নিন

   

চলচ্চিত্র পাঠচক্র আয়োজিত হচ্ছে...

কোনো জটিলতা নেই তবুও জটিলতর শেষ বিকেলের রোদ চলচ্চিত্রকর্মীদের জন্য চলচ্চিত্রের বিভিন্ন কর্মশালার চেয়ে চলচ্চিত্র পাঠচক্র আয়োজন এবং অংশগ্রহণ করা অনেক আনন্দের! চলচ্চিত্র পাঠচক্র চলচ্চিত্র নিয়ে দু'প্রহর সময় দেয় চলচ্চিত্রকর্মীদের...আমাদের অনেক আয়োজন শেষ পর্যন্ত আমাদের আনন্দ নিয়ে করা হয় না... আয়োজনের নানারকম খুটিনাটির পেছনে যে পরিমাণ সময় ও শ্রম যায়, তারপর আর আয়োজন আনন্দ নিয়ে বসে দেখা বা শোনার মানসিক এবং শারীরিক সামর্থ্য অবশিষ্ট থাকে না। যেমন যে কোনো চলচ্চিত্র উৎসবে বা প্রদর্শনীতে চলচ্চিত্রগুলো সবচেয়ে কম দেখার সুযোগ পায় আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা...এটাই আমাদের নিয়মিত ঘটনা। আনন্দ হচ্ছে এই ভেবে যে ২০১১ সালের পর আমরা আবার 'চলচ্চিত্র পাঠচক্র' আয়োজনের শেষ প্রান্তে। ২০১১ সালে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি'র আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সহযোগিতায় আমরা চমৎকার একটি তিন মাসের 'চলচ্চিত্র পাঠচক্র ২০১১' শেষ করতে পেরেছিলাম। এবার ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমী'র যৌথ আয়োজনে ঢাকা'র বাহিরে বিভাগীয় শহর সিলেটে 'চলচ্চিত্র পাঠচক্র ২০১৩' আমরা আশা করছি আগামী ১৬ ফেব্রুয়ারিতে শুরু করতে পারব। এখন পর্যন্ত শুরু করার সব আয়োজন প্রায় শেষের পথে। আরো আনন্দের খবর হলো আমরা ঢাকাতেও 'চলচ্চিত্র পাঠচক্র ২০১৩' আয়োজনের প্রস্তুতি গ্রহণ শুরু করেছি। আশা করছি ঢাকা'র বিষয়ে অচিরেই বিস্তারিত তথ্য জানাতে পারব...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.