খুব খারাপ লাগছে... অসম্ভব রকম .......মনখারাপ লাগছে.....
কেন.... তা জানিনা... তবে ভীষণ কষ্ট, ভিতরে একজন কেউ খুব গুমরে কাঁদছে আমি অনুভব করছি । বুক ফেটে কান্নার মতন অনেকটা.... কিন্তু আমি তো কাঁদতে জানি না... বড়দের কাঁদতে হয় না !!
মন খারাপ হলে তোমরা কি কর ??
খুব একা একা লাগলে কি কর ??
কি করে কাঁদো ............. অঝরো ঝরে দেও সব কষ্ট । জমাট বেঁধে বুকের ভিতর আর বসে থাকে না একারাশ হতাশা...........
আমি জানি না ।
যার কেউ নেই, কিছু নেই তারও কি আমার মতো এমন কষ্ট, গুমরে গুমরে বুকের ভিতর কেঁদে যায় কেউ একজন, আর আমি ছটফট করি......
চিৎকার করে বলতে চাই... আমাকে কাঁদতে দাও..........প্রচণ্ড শব্দ করে, চিৎকার করে আমি কাঁদবো.........
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।