আমাদের কথা খুঁজে নিন

   

মহাশূন্যে নতুন পৃথিবীর সন্ধান - ১

ইচ্ছেমতো লেখার স্বাধীন খাতা....

ইউরোপিয়ান বিজ্ঞানীদের একটি টিম সম্প্রতি আবিষ্কার করেছে পৃথিবী থেকে প্রায় ২০.৫ আলোকবর্ষ দূরের একটি গ্রহ। গ্রহটির বিভিন্ন বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা জানাচ্ছেন, গ্রহটির সঙ্গে নানা দিক দিয়ে পৃথিবীর মিল আছে। এমন কি গ্রহটিতে প্রাণীও থাকার সম্ভাবনা রয়েছে। গ্রহটি আবিষ্কার বিজ্ঞানীদের মহাশূন্যে প্রাণের সন্ধানে আশাবাদী করে তুলেছে। বিজ্ঞানীরা জানাচ্ছেন, পৃথিবীর খুব কাছের এ নক্ষত্রটিতে এ ধরনের বাসযোগ্য গ্রহ পাওয়া মানে হচ্ছে, এ ধরনের আরো অনেক গ্রহ মহাবিশ্বে পাওয়া যাবে।

ঠিক পৃথিবীর মতোই এখানকার শান্ত সমুদ্রের উপর লাল রঙের বিশাল সূর্যটা ধীরে ধীরে আকাশে উঠে আবার স্বাভাবিক নিয়মেই অস্ত যায়। অবশ্য পৃথিবী থেকে দেখা সূর্যের তুলনায় এটি প্রায় ১০ গুণ বড়। বালুময় বেলাভূমিতে ছোট ঢেউগুলো মৃদু শব্দে আছড়ে পড়ে। মাঝে মাঝে আবার সমুদ্র হয়ে উঠে প্রচণ্ড উত্তাল। সৌরজগতের বাইরে খুজে পাওয়া এখন পর্যন্ত একমাত্র বাসযোগ্য গ্রহটির বিভিন্ন বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা এমন আশাবাদী চিত্র কল্পনা করছেন।

গত বছরের ২৫ এপ্রিল ইউরোপিয়ান অ্যাস্ট্রোনমার বা জ্যোতির্বিদদের একটি টিম যুগান্তকারী এ গ্রহটির আবিষ্কার ঘোষণা করেন। অ্যাস্ট্রোনমাররা চিলির আন্দিজ পর্বতে স্থাপিত টেলিস্কোপ লা সিলা থেকে পৃথিবীর মতো এ গ্রহটি খুজে পেয়েছেন। সুইজারল্যান্ডের জেনিভা অবজারভেটরির মি. স্টেফানি উদরি ছিলেন এ আবিষ্কারে বিজ্ঞানীদের টিমলিডার। তিনি জানান, আমাদের হিসাব মতে, গ্রহটির গড় তাপমাত্রা হচ্ছে শূন্য থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। পৃথিবীর মতো দেখতে গ্রহটিতে পৃথিবীর মতোই বিশাল সমুদ্র রয়েছে।

গ্রহটির তাপমাত্রায় পানি তরল অবস্থায় আছে। এসব বিষয় বিবেচনা করে আমাদের সৌরজগৎ থেকে ২০.৫ আলোকবর্ষ দূরে অবস্থিত গ্রহটিতে প্রাণ ধারণের জন্য উপযুক্ত পরিবেশ আছে বলেই বিজ্ঞানীরা জানাচ্ছেন। মানুষের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ এ আবিষ্কারের ফলে বিজ্ঞানীরা ধরে নিচ্ছেন মহাশূন্যে পৃথিবীর মতো এ ধরনের অনেক গ্রহ আছে যেখানে প্রাণী বাস করতে পারে। গ্রহটি সম্পর্কে মানুষের জ্ঞান এখনো পর্যাপ্ত নয়। তবুও বিজ্ঞানীরা বিশ্বাস করছেন, এ গ্রহটির পরিবেশ প্রাণী বসবাসের জন্য উপযুক্ত।

আবিষ্কৃত গ্রহটি গ্লিস ৫৮১ নামে একটি নক্ষত্রকে প্রদক্ষিণ করে। গ্রহটির ব্যাসার্ধ পৃথিবীর চেয়ে দেড় গুণ বড়। এর আবহাওয়ামণ্ডল অনেক বড় এবং গ্রহটিতে প্রাণী বসবাস করার উপযোগী বিশাল আকারের সমুদ্র রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, নতুন গ্রহটির তাপমাত্রা আমাদের পৃথিবীর খুব কাছাকাছি। তিনি আরো জানান, গ্রহটির ব্যাসার্ধ পৃথিবীর ১.৫ গুণ এবং মডেল অনুযায়ী গ্রহটিতে মাটি বা সমুদ্র থাকার সম্ভাবনা রয়েছে।

এ পর্যন্ত আবিষ্কৃত সৌরজগতের বাইরের গ্রহগুলোর মধ্যে শুধু এ গ্রহটিরই সবকিছু পৃথিবীর মতো। এখন পর্যন্ত সৌরজগতের বাইরের প্রায় ২২০টি গ্রহ আবিষ্কৃত হয়েছে। এসব গ্রহের কোনোটি পৃথিবীর তুলনায় অনেক বড়, কোনোটি আবার সম্পূর্ণ গ্যাসীয় অবস্থায় আছে। এছাড়া সেগুলোর তাপমাত্রা এতো গরম বা এতো ঠাণ্ডা যে, সেখানে কোনো প্রাণী বসবাস করা অসম্ভব। নতুন গ্রহটির আবিষ্কারক টিমের একজন বিজ্ঞানী জেভিয়ার ডেলফসে জানান, মহাবিশ্বের মধ্যে গ্রহটি মহামূল্যবান হিসেবে পরিচিত হবে।

কারণ এর তাপমাত্রা এবং অবস্থান মানুষের জন্য অত্যন্ত সুবিধাজনক। ভবিষ্যতে জীবনের সন্ধানে মহাশূন্যে অভিযান চালানোর জন্যও গ্রহটি উপযুক্ত। (চলবে) উইকিপিডিয়া..... http://en.wikipedia.org/wiki/Gliese_581_c Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.