দ্য বেঙ্গলি টাইমস ডটকম ডেস্ক মহাশূন্যের গভীর থেকে পৃথিবীর গতিবিধির ওপর নজরদারির কাজে নিয়োজিত ‘শয়তানের চক্ষু’ আবিষ্কার করেছে নাসার একদল বিজ্ঞানী। বিশ্বের শীর্ষ মহাশূন্য গবেষণা সংস্থাটির তিনটি টেলিস্কোপে ধরা পড়া সাম্প্রতিক ইমেজে দেখা এ শয়তানের চক্ষু মূলত এনজিসি৪১৫১ নামে আমাদেরই প্রতিবেশী এক ছায়াপথ। এ সময় বিপুল গ্যাসীয় পদার্থকে দেখা যায় ছায়াপথের কেন্দ্রে ক্রমবর্ধমান এক কৃষ্ণগহ্বরের সঙ্গে বিক্রিয়ারত অবস্থায়। ছবিতে দেখা ‘চোখের মণি’ সদৃশ বস্তুটি মূলত তার কৃষ্ণগহ্বর। ওপরে লাল ‘ভ্রূ’ আকৃতির বস্তুটি হাইড্রোজেন। পরিপার্শ্বের নীল রংটি একপ্রকার অজানা রশ্মি, যেটি আপাতত পরীক্ষা করে বিজ্ঞানীরা বোঝার চেষ্টা করছেন-চারপাশে গ্যাসের সঙ্গে কী ধরনের বিক্রিয়া করে থাকে কৃষ্ণগহ্বর। এ ব্যাপারে গিজমোদো ব্লগে বলা হয়, শয়তানের চক্ষু নামে প্রসিদ্ধ এ ছায়াপথ আমাদের পৃথিবী থেকে অন্তত ৪৩ মিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত। এর অর্থ প্রতিবেশী ছায়াপথে বেড়াতে যাওয়ার লক্ষ্যে এ মুহূর্তে কেউ যদি পৃথিবী থেকে আলোর গতিতে ছুটতে শুরু করেন সে ক্ষেত্রে প্রতিবেশীর বাড়ি পৌঁছতে তার সময় লাগবে মাত্র ৪ কোটি ৩০ লাখ বছর। তথ্যসূত্র- Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।