আচ্ছা এই ব্লগে আনেককেই দেখছি শিল্প-সাহিত্য নিয়ে বেশ জেঁকে বসেছেন। এটা খুবই ভালো কথা আর আশার কথাো বটে। চলুন কাজে নামা যাক। কবিতা, গল্প, ছড়া, ভ্রমন কথা, বই-সমালোচনা এসব নিয়েই চলুন আপাতত মাঠে নেমে পরি। আর হ্যা, একটা কথা। লেখার চুল চেরা সমালোচনা আবশ্যই কাম্য। কি, লাল দরজা কি এবার দরজাটা খুলে বেড় হবেন? আসেন, ঘরের বাইরে আসেন। দেখবেন, আকাশটা আদ্ভুত রকম নীল, দেখবেন বাংলার সবুজ আঁচলটি ভালোবাসা মাখা দুটো হাত দিয়ে ধরে আছে বাংলার সহজ-সরল জলজ মানুষেরা। চলুন, আমরাো এই ভালোবাসা কে ভাগ করে নেই। তাহলে আর দেরী কেন? শুরু হয়ে যাক এই বেলা......
ধন্যবাদ
আদনান সৈয়দ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।