আমাদের কথা খুঁজে নিন

   

বাবু ভাইয়া আমাকে নিয়া কবিতা লিখলো, আর আমি সেইটা নিয়া ব্লগ লিখলাম। সাহিত্য..সাহিত্য..

অভিলাষী মন চন্দ্রে না হোক, জোছনায় পাক সামান্য ঠাঁই.. কালকে ফেসবুকে বসা হয় নাই। আজকে ফেসবুক ওপেন করে দেখি আমাদের একটা ভাইয়া যাকে আমরা 'বাবু ভাইয়া' বলি, আমারে নিয়া কবিতা লিখছে। উনি উনার ছেলেরে নিয়া লিখছেন,আমার ভাইয়ারে নিয়া লিখছেন,আমার ভাবিরে নিয়া লিখছেন। এইবার লিখলেন আমারে নিয়া। এতো সুন্দর হইছে।

কবিতাটা এইখানে দিলাম.. বলত কে? ঝর্নার তালে নেচে চলি আমি আমি প্রাণ চঞ্চল কুড়াই রবির প্রথম কিরণ মেলে মোর অঞ্চল। আঁচল ভরিয়া তুলে আনি ফুল বেলি, যুথি আর চম্পা, পারুল চিনিতে কী পার আমারে তোমরা না করিয়া কোন ভুল? দিন কাটে ছাই পড়াশুনা করে কবে বা মুক্তি ছাই পাশ ছেড়ে এরি মাঝে ভাল ফল করা চাই সকলেই ভেবে মরে! আমি কী পড়ি না? চেষ্টা করি না? এ কথা বুঝিবে পরে। প্রথম, দ্বিতীয় হতেই হবে এরও নেই কোন মানে। সকলের তাই ভেবে দেখা চাই প্রথম স্থানটি যদি নাও পাই উপাধিতে আমি ছোট নই মোটে তা জানিও বরাবর। অধুনা যুগের পন্ডিত আমি তাজিন বিদ্যাসাগর।

এর জবাবে আমিও কবিতা টাইপ কমেন্ট দিছি। সেইটাছে পরের পোস্টে .. ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।