আমাদের কথা খুঁজে নিন

   

বাবু ভাইয়া আমাকে নিয়া কবিতা লিখলো, আর আমি সেইটা নিয়া ব্লগ লিখলাম। সাহিত্য..সাহিত্য..(পরের অংশ)

অভিলাষী মন চন্দ্রে না হোক, জোছনায় পাক সামান্য ঠাঁই.. বাবু ভাইয়ার কবিতার জবাব- প্রথম, দ্বিতীয় হতেই হবে এরও নেই কোন মানে। এই কথাটি আমার চেয়ে ভালো আর কে বা জানে। কবিতার পরে দেখতে পেলাম ইফতি'র রিকোয়েস্ট, কমেন্টের মাঝে মিশিয়ে দিলাম কাব্য কাব্য টেস্ট। এইবার আসি ভাইয়ার কথায়, ভাইয়া বলি শোনো, সবারই ফার্স্ট হতে হবে মানে কি হয় কোনো? সবসময়ই তুমি হতাশ আমার কথা ভেবে, সবাই যদি মধ্যমা হয়, তর্জনী কে হবে? একটা জায়গায় হয়েই আছি জন্ম থেকেই প্লেসড, তুমি, আমি, ইভা আমরা তিনজনই গড ব্লেসড। সেই প্লেসটা নিতে পারবে না কেউ কোনো কম্পিটিশানে, তুমি ফার্স্ট, আমি সেকেন্ড আর ইভা থার্ড সেইখানে। বাবু ভাইয়া, হয়ে গেলো একটুখানি লেট, এত্তো সুন্দর কবিতা লিখলেন, আপনি তো ভাই গ্রেট!! এইবার বলেন ইফতিরটা কবে পেতে পারি, ও আবার হিংসা করবে লেখেন তাড়াতাড়ি। কবিতার জন্যে 'অনেক অনেক থ্যাঙ্কস' বলতে হয়, আপনি ভাইয়া নাইস কবি, আপনি গুড বয়..!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।