আমাদের কথা খুঁজে নিন

   

দোস্ত তোর কি মনে আছে সেই ................

সখা, নয়নে শুধু জানাবে প্রেম, নীরবে দিবে প্রাণ, রচিয়া ললিতমধুর বাণী আড়ালে গাবে গান। গোপনে তুলিয়া কুসুম গাঁথিয়া রেখে যাবে মালাগাছি। এই ব্লগের©শান্তির দেবদূত।

দোস্ত তোর কি মনে পড়ে সেই স্কুলের সেই ডিং ডিং ঘন্টার ধ্বনী? তোর মনে আছে , ক্লাস ওয়ানে আমি ইংরেজী ক্লাসে B-তে বাটারফ্লাই বানান ভুল করার জন্য জব্বার স্যার আমার কান টেনে বলেছিলো, "তোঁর নাঁক চেঁপে ধঁরে পঁচা টিঁকটিঁকির লেঁজ খাঁইয়ে দিঁবো"? সেই জব্বার স্যারকে এখন খুব বলতে ইচ্ছা করে স্যার , "আমি এখন আর Butterfly বানান ভুল করি না তবুও একবার আমার কান মলে দিন না !" তোর কি মনে পড়ে, সেই যে আমি আর তুই পিঠে ব্যাগ হাতে পানির ফ্ল্যাক্স ঝুলিয়ে স্কুলের উদ্দ্যেশে বের হতাম? ব্যাগের উপরের পকেটে থাকতো একটা প্লাস্টিকের টিফিন বক্স যার একটা খোপে থাকতো রুটি বা পরোটা আর আর একটা খোপে থাকতো সেমাই বা ডিম ভাজি ? তোর মনে আছে সেই ওমর স্যারের কথা ? আরে ভুলে গেছিস ? ঐ যে ক্লাস সিক্স-এ আমাদের বাংলা নিতো ? আহাঃ বেচারা কে কতই না জ্বালিয়েছিলাম ! মনে আছে , স্যার একবার বোর্ডে লিখছিলেন আর এই ফাকে জুয়েল একটা বড় দেখে জলপাই স্যারের টেবিলে রেখে দিয়েছিলো ? আর স্যার যেই না লেখা শেষ করে টিবিলের উপর জলপাই দেখলেন অমনি রেগে আগুন ......... হা হা হা। তার পরের কাহিনী মনে আছে , স্যার কি করেছিলো ? হা হা হা....... স্যার বলেছিলো, "আমি আবার বোর্ডে লিখতে যাবো, লেখা শেষ করে যদি দেখি টেবিল পরিস্কার হয়নি তাহলে তোদের আজকে খবর আছে "।

তার পর !! তার পর মাসুম উঠে জলপাইয়ে এক কামড় বসিয়ে আধ খাওয়াটাই টেবিলে ফেলে রেখে ছিলো, আর সুমন উঠে গিয়ে কিছুটা লবন ও টেবিলে রেখে এসে ছিলো ........ হা হা হা তোর মনে পড়ে সেই টিফিন পিরিউডের কথা ? সেই যে টিফিনে ঘন্টা পড়ার সাথে সাথে টেনিস বল নিয়ে মাঠে হৈ হৈ করে বের হয়ে আসা ! সেই যে বোম বাস্টিং/পিঠ ফাটান্তি খেলা ! এখন মনে হয় আমরা স্কুলে যেতামই শুধু খেলার জন্য সিরাজ স্যারের কথা মনে আছে, দোস্ত ? ঐ যে ক্লাস এইটে সমাজ বিজ্ঞান ক্লাস নিতেন, হেড স্যার ছিলেন ? মনে আছে আমি আর তুই সবসময় পিছনের ব্যান্চে বসতাম এই স্যারের ক্লাসে কারন স্যার প্রথম ব্যান্চ থেকে পড়া ধরে বেত মারতে মারতে আসতেন ? আর মাঝামাঝি আসতেই ঘন্টা বেজে উঠতো ! আহঃ কি টেনশনেই না কাটতো ঐ ক্লাসটা ! আর মনে মনে দপ্তরি সুলাইমানের চোদ্দগুস্টি উদ্ধার করতাম ...... হা হা হা। তার পর মনে আছে স্যার একদিন হঠাৎ করে পিছন থেকে পড়া ধরা শুরু করলেন ? তোর মনে আছে , সেই ক্লাসের ফাকে ফাকে স্যারদের টেবিলে কলম ফাইট খেলা ? আহঃ !!! আমি শুধু অপুর সাথেই পাড়তাম না !! শালার কলমটা এত ভারী ছিলো, কিছুতেই টেবিল থেকে ফেলতে পারতাম না ! আরে অনেক দিন পরে বুঝতে পেরেছিলাম, ঐ বদমাইশটা কলমের পিছন দিয়ে এক টুকরা রিকসার চাকার শিক ভরে রেখেছিলো ...... হা হা হা তোর মনে আছে নারায়ন স্যারের কথা ? ঠিক ধরেছিস হে হে, ঐ যে সালাম দিলে স্যার খুশিতে আটখান্না হয়ে যেতো। মনে আছে একবার আমি আদাব দিলাম আর তুই সালাম দিলি আর স্যার জবাবে বলেছিলো "ওয়ালাইকুম আদাব" হা হা হা হাবিব স্যার আর লিলি ম্যাডাম কে নিয়ে যে রসালো গল্প চালু ছিলো আমাদের ক্লাসে তা নিশ্চই তোর মনে আছে ? হা হা হা ...... আরে স্যারে মাইরের জবাবে আমরাই তো এই গুজব ছড়িয়ে ছিলাম । আহাঃ বেচারা শেষে ট্রান্সফার নিয়েই চলে গেল। তোর জন্যই আমি একবার স্কুল পালিয়ে ছিলাম, মনে আছে ? ঐ যে , টিফিনের পরে এক টিকেটে দুই ছবি দেখতে গিয়েছিলাম ? আর ঐ দিনই টিফিনের পরে আবার রোল কল করেছিলো ।

আর তার পরের দিন কি মাইর টাই না খেয়েছিলাম। মনে আছে, ঐ মৌলভি স্যারের কথা ? হা হা হা ......... স্যার প্রথমে এসেই বলতো , "এই প্রশ্নটার উত্তর লিখতে থাক " এই বলেই টেবিলে উপর মাথা রেখে ঐ যে ঘুম দিতো একে বারে ঘন্টার আওয়াজে উঠতো। আসলে সবচেয়ে মজা লাগতো এই ক্লাসটাই। হা হা হা । মনে আছে এই স্যার কে আমরা "খাজা বাবা" নামে ঢাকতাম ? মনে আছে, প্রমোদ স্যার, হুমায়ন স্যার, মোজাম্মেল স্যারদের কথা ? মনে আছে স্কুলের শেষদিন স্যারেরাও কেদেছিলো ! স্যারেরা ও যে কাঁদতে পারে আমি আগে বিশ্বাস করতাম না ..... মনে হতো তাদের ভিতরটা শুধু কংক্রিট আর পাথর, এই পাথরের ভিতরে ই যে ঝর্না প্রবাহ ছিলো তা কে জানতো !!!!!!!!! আহঃ আজকে মাথাটাই খারাপ হয়ে গেছে, না হলে এত পুরানো কাসুন্দি কেউ ঘাটে ? আজ রেখে দে, না হলে তোরও মাথা খারাপ হয়ে যাবে! ও আর একটা কথা, আচ্ছা !! আমাদের সন্তানেরা মনে হয় প্রমোদ,সিরাজ, নারায়ন, হাবিব স্যারদের পাবে না , তাই না।

তারা পাবে টিচার, ম্যাম। হাঃহ ! তারা মনে হয় আর স্যারদের টেবিলে কলম খেলবে না, তারা মোবাইলে মার্সাল ফাইট খেলবে !!! তারা মনে হয় হেড স্যারকে পাবে না , পাবে প্রিন্সিপেল স্যার । তারা আর মনে হয় আমাদের মতো টিফিন খাবে না, খাবে ফাস্টফুড। আসলে তারা আমাদের মতো মানষিক ভাবে দূর্বল হবে না, তারা অনেক বোল্ড হবে!!!! তারা অনেক ফাস্ট হবে !!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।