© ২০০৬ - ২০১১ ত্রিভুজ
PDF ফাইলের সাথে পরিচিত নন, এরকম পিসি ইউজার খুঁজে পাওয়া দুস্কর। এদের বেশীর ভাগই এই কাজে এডবি রিডার ব্যবহার করেন যার নতুন ভার্সনগুলো অনেক ধীরগতির। একটু খারাপ কনফিগারের পিসি হলে তো লোড হতে হতে একটু ঘুমিয়ে নেয়া যায়। এই অবস্থা থেকে পরিত্রান পাওয়ার উপায় নিয়ে অন্য ব্লগারদের দেয়া কিছু টিপস দেখে নিতে পারেন। আর আপনি যদি রিডারের ভার্সন ৮ ব্যবহার করে থাকেন রিডারের plug_ins ফোল্ডারে ঢুকে accessibility.api ফাইলটি রিনেম বা ডিলিট করে দেখতে পারেন।
তবে এর চাইতেও ভাল বুদ্ধি হচ্ছে এডোবি রিডার এড়িয়ে চলা। সেক্ষেত্রে Foxit হতে পারে আপনার প্রথম চয়েস। খুবই হালকা এবং বিনামূল্যে বিতরন করা এই টুলটি ব্যবহার করে দেখুন.. মন্দ লাগবে না।
ডাউনলোড লিংক: এখানে ক্লিক করুন
---
কম্পিউটার গ্রুপে প্রকাশিত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।