আমাদের কথা খুঁজে নিন

   

মন্ত্রিসভায় আরো ১ মন্ত্রী ৫ প্রতিমন্ত্রী



মহাজোট সরকারের প্রায় সাত মাসের মাথায় দ্বিতীয়বার সম্প্রসারিত হয়েছে মন্ত্রিসভা। শুক্রবার বেলা সাড়ে ১১টায় রাষ্ট্রপতি জিল্লুর রহমান বঙ্গভবনে নতুন মন্ত্রীদের শপথ পাঠ করান। শপথ নিয়েছেন একজন নতুন মন্ত্রী ও পাঁচ জন প্রতিমন্ত্রী। পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মাদারীপুর-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট শাহজাহান খান। তিনি বর্তমানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য।

এছাড়া বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি। নতুন পাঁচজন প্রতিমন্ত্রী হলেন- চাঁপাইনবাবগঞ্জ-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য বিগ্রেডিয়ার জেনারেল (অব.) এনামুল হক, ময়মনসিংহ-৩ আসনের এমপি ডা. ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকির, ময়মনসিংহ-১ আসনের এমপি অ্যাডভোকেট প্রমোদ মানকিন, পটুয়াখালী-৪ আসনের এমপি মাহবুবুর রহমান তালুকদার ও সংরক্ষিত মহিলা আসনের এমপি ড. শিরিন শারমিন চৌধুরী। শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১১টা ২০মিনিটে বঙ্গভবনে পৌঁছান। এর কিছুক্ষণ পরই শুরু হয় শপথ অনুষ্ঠান। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ছাড়াও কয়েকজন সংসদ সদস্য এসময় উপস্থিত ছিলেন।

শুক্রবার নতুন ছয় জনের যোগদানের মধ্যে দিয়ে মন্ত্রিসভায় এখন পূর্ণমন্ত্রীর সংখ্যা দাঁড়ালো ২৫-এ এবং প্রতিমন্ত্রী ১৯ জনে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.