আমাদের কথা খুঁজে নিন

   

ডেটলাইন : আরিফুর রহমান, একটি চিঠি

রিজওয়ানুল ইসলাম রুদ্র

অবশেষে ছাড়া পেলেন নিন্দিত কার্টুনিস্ট আরিফুর রহমান। কার্টুনিস্ট আরিফুর রহমান-এর মুক্তি প্রার্থনা করে একটা চিঠি লিখেছিলাম 'প্রথম আলো'র ঠিকানায়। জানিনা, সেই সময়ে কতটুকু ভালো লিখতে পেরেছি। হয়তো সেই চিঠি পৌঁছাতে পারেনি গন্তব্যে কিংবা পৌঁছালেও ছাপা হয়নি। যাই হোক, চিঠিটা হুবহু তুলে দিলাম : আলপিনে ছাপানো কার্টুন এবং আমাদের সীমাবদ্ধ দৃষ্টিভঙ্গি দেশের অন্যতম স্বনামধন্য পত্রিকা ‌‌'প্রথম আলো'।

প্রতি সোমবার 'প্রথম আলো'র সাথে প্রকাশিত হয় জনপ্রিয় ফান ম্যাগাজিন 'আলপিন' - যা ছেলে-বুড়ো সকলের কাছেই সমান প্রিয়। আলপিনে দেশ ও সমাজের নানা অসংগতি, দুর্নীতিবাজদের ব্যঙ্গচিত্র, এমনকি 'অফ দ্য রেকর্ড ' বিভাগে কতিপয় অসাধু ব্যক্তিদের সাক্ষাৎকারও তুলে ধরা হয়। সুমন্ত আসলাম-এর 'বাউন্ডুলে' বিভাগের লেখাগুলো মন ছুঁয়ে যায়। কিন্তু গত ১৭ সেপ্টেম্বর, ২০০৭, সোমবার আলপিনের ৪৩১তম সংখ্যায় কার্টুনিস্ট আরিফুর রহমান-এর একটি কার্টুন ( নাম ) ছাপা হয় ৬ নং পৃষ্ঠায়। এ কার্টুনটি দেশের মুসল্লীদের ভেতরে অসন্তোষের জন্ম দিয়েছে এবং ধর্মপ্রাণ ( ! ) মানুষেরা দেশবরেণ্য 'প্রথম আলো' বাতিল করতে বলেছেন !‍ এত ধর্মভীরু, শিক্ষিত মানুষ হয়েও তারা একবারও চিন্তা করছেন না কার্টুনটির মূল প্লট নিয়ে।

কার্টুনিস্ট নিজেই একজন মুসলমান। মহানবী ( স ) কে 'বিড়াল' হিসেবে অভিহিত করার মতো দুঃসাহস তার অবশ্যই নেই। কার্টুনটির দিকে ভাল করে তাকালেই দেখা যায় - বয়স্ক একজন গ্রাম্য মুসল্লী দরিদ্র এবং টোকাই শ্রেণীর এক বালককে তার নাম, পিতার নাম এবং বিড়ালের নাম জিজ্ঞাসা করছেন। বালকটি তার নাম 'বাবু' বলায় তিনি নামের আগে 'মোহাম্মদ' বলতে বলেছেন। টোকাই শ্রেণীর দরিদ্র বালকটির বয়স যথেষ্ট কম - তা আঁকা দেখেই বুঝা যায়।

কাজেই তার ভুল করা স্বাভাবিক। কার্টুন এর অর্থ হলো 'ব্যঙ্গচিত্র'। এর কাজ - নিছক আনন্দ দান। মুসলিম দেশ হিসেবে আমাদের দেশের মানুষ ধর্ম নিয়ে রসিকতা করে না বা করবে না - এটা স্বাভাবিক। এখন রমজান মাস।

এই মাসের মতো পবিত্র সময়ে কার্টুনিস্ট ইচ্ছে করে কিংবা সম্পাদক সাহেব-ও ইচ্ছে করে কার্টুনটি দিয়ে ধর্ম নিয়ে কটাক্ষ করতে চান নি বলেই আমার ধারণা। হয় এটা ভুলবশত হয়েছে অথবা কার্টুনিস্ট শিশুদের স্বভাব চরিত্র-এর চিত্র অঙ্কন করেছেন। শিশুরা এক বয়সে দুষ্টামি করতে শিখে, বড়দের কথা নিয়ে ঠাট্টা করে। তার চেয়ে বড় কথা, কার্টুনের আঁকা শিশুটি একজন গ্রাম্য, অশিক্ষিত, ধর্ম বিষয়ে অজ্ঞ সর্বোপরি দরিদ্র শিশুর প্রতিবিম্ব। কাজেই দেশের সকল মুসলমান ভাইদের বিষয়টি নিয়ে অমূলক ধারণা করা উচিত নয় বলে আমি মনে করি।

ধর্মকে নিয়ে কিংবা রাসূল (স) কে অবজ্ঞা করা নয় বরং 'সচেতনতা' সৃষ্টিই কার্টুনটির উদ্দেশ্য। আমি মনে করি, কার্টুনিস্ট এবং 'প্রথম আলো' উভয় পক্ষই নির্দোষ। যারা 'প্রথম আলো'র বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, সেই সব মুসল্লীদের এটাই বলতে চাই - দয়া করে এই নির্দোষ কার্টুনটিকে অযথা দোষারোপ না করে বিভিন্ন পর্ণো ওয়েবসাইটগুলো থেকে বাংলাদেশের মানুষকে রক্ষা করুন। তথ্য উপদেষ্টার প্রতিও আমার একই অনুরোধ। ১৮-০৯-২০০৭ খ্রি :


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।