Sad Cafe
১৯৮৮
আশিদশকীয় চীনারেস্ত্রোঁয় ঢুকে আছে আমার ষষ্ঠশ্রেণীর মুগ্ধতা।
বিক্ষিপ্ত বালকবোধ এসে চেখে দ্যাখে মাশরুমস্যূপের মিশ্রস্বাদ।
কারো কারো অগোছালোতা আমাকে পীড়া দেয়...আমার শ্রান্ত জুতোর গভীরে লেখা থাকে হরেক বৈকালিক রকমের দাগ। কারো ইন্ট্রোভার্ট শার্টের হাতা ডুবে গেলে নীলচে আলোর গভীরে - অর্ধস্ফুট আঁধারে লেখা থাকেঃ
চোখ
বাইফোক্যালের মেধা
কৌণিকরীতি
ও তার শ্রম।
নিভৃতে দেয়ালিক ছবি মুছে গেলে চকিতে দেখে নেই
পিতার প্রেমিকার মুখ।
________
আন্দালীব
২০০৫, শেষার্ধ [আনুমানিক]
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।