আমাদের কথা খুঁজে নিন

   

জাপানে ১৯৮৮ সালের সাড়া জাগানো খুনের ঘটনা।

গেম গেম গেম !!!! এই পোষ্টটি যারা দূর্বলচিত্তের আছেন , তারা পড়বেন না । এটি এমন একটি ঘটনা যা সবারই জানা দরকার । ১৯৮৮ সালের সাড়া জাগানো একটি খুন এটি । শীতের রাতে আপনার শরীর শিউরে উঠাবে এটি ! ) জুনকো ফুরুটা- (একটি ১৭ বছরের মেয়ে , যাকে ৪৪ দিনের নির্যাতনে মৃত্যুবরণ করতে হয়েছিল । তার সাথে কি কি ঘটেছিল , তা নিম্নরূপ ) ১ম দিন , নভে ২২ , ১৯৮৮: চারজন ছেলে মেয়েটাকে কিডন্যাপ করে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে ধর্ষণ করে ।

তাকে মোট ৪০০ বার ধর্ষণ করা হয় । ক্ষুধার তাড়নায় মেয়েটা তেলাপোকা এবং প্রসাব খেয়ে বেঁচে থাকে । লাইটার দিয়ে তাকে ছ্যাঁকা দেয়া হয় । ১১তম দিন , ডিসে ১: মেয়েটার মাথা সিমেন্টের দেয়ালে ঠেসে ধরে তাকে পিটানো হয় । দুইহাত ছাদের সাথে ঝুলিয়ে শরীরটাকে ইচ্ছামত ঘুষি দেয়া হত ।

তার নাকে সবসময় রক্ত জমে থাকত , তাকে মুখ নিয়ে শ্বাস নিতে হত । ব্যায়ামের ডাম্বল দিয়ে পেটে নির্দয়ভাবে মারা হয় । মেয়েটা পানি থেতে গিয়ে বমি করে ফেলত । পাকস্থলি পানি গ্রহণে অসমর্থ ছিল । সে একবার পালাতে চেষ্টা করেছিল ।

শাস্তি হিসেবে তার দুইহাতে আগুন দিয়ে ছ্যাঁকা দেয়া হয় এবং হাত পায়ের আঙুল পেট্রোল দিয়ে পুড়িয়ে দেয়া হয় । ২০তম দিন , ডিসে ১০: সে হাটতে অসমর্থ হয়ে পড়ে । গলফ খেলার ব্যাট গলফ ক্লাব দিয়ে তার হাত পা ভেঙে দেয়া হয় । প্রায় প্রতিদিন তাকে রড দিয়ে পেটানো হত । শীতকালে রাতে বাইরে ফেলে রাখা হত ।

৩০তম দিন: গরম কুড়াল দিয়ে তার মুখে আঁচড় দেয়া হয় । লাইটার দিয়ে চোখের পাঁপড়ি পুড়িয়ে দেয়া হয় । বুকের বিভিন্ন অংশে সুঁই ফুটিয়ে দেয়া হয় । তাকে হামাগুঁড়ি দিয়ে বাথরুমে যেতে হত এবং একঘন্টা সময় লাগত এতে । ৪০তম দিন: সে ঐ চারজন পিশাচের কাছে ভিক্ষা চাইলো যাতে তাকে মেরে তার উপর নির্যাতন করা হয় ।

তার স্পর্শকাতর নারী অঙ্গগুলোতে লাইটার , বোতল , আতশবাজি দিয়ে অত্যাচার করা হত । ৪৪তম দিন: চারজন পিশাচ বেসবল ব্যাট নিয়ে মেয়েটার সাথে একটা খেলা খেললো । মেয়েটাকে বল হিসেবে ব্যবহার করা হলো । প্রচুর রক্তক্ষরণ হয় মেয়েটার নাক মুখ দিয়ে । অতঃপর মেয়েটার চেহারায় একটা মোমবাতি ধরা হলো ।

মুখ ঝলসে যায় এবং চোখ অন্ধ হয়ে যায় । তারপর তার শরীরে পেট্রোল জ্বালিয়ে আগুন ধরিয়ে দেয়া হয় । ঐদিন জুনকো ফুরুটা মারা যায় । প্রচন্ড নির্যাতনে , অবর্ণনীয় ব্যাথায় । এই নির্যাতনের কাছে আর কোন অত্যাচার চলেনা ।

ভালো কথা , ঐ চারজন পিশাচের বিচার ২৪ বছর পরেও হয়নি । তারা মুক্ত শকুনের মত ঘুরে বেড়াচ্ছে পৃথিবীর বুকে । জানি না বিচার কবে হবে। ::এইরকম বাংলাদেশেও প্রায় অনেকে আছে। :: বিস্তারিত :Junko Furuta লিখে উইকিপিডিয়া এবং ইউটিউব এ সার্চ দিলে পাওয়া যাবে ।

ঘটনাটি নিষ্ঠুর মনে হলে লাইক ও শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ দিন । (Shared from Facebook)  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।