কবিতার ছেলে।
আজকাল বেশকিছু হতচ্ছাড়া ভাইরাসের অস্তিত্ত পাওয়া যাচ্ছে , যাদের কবলে পরে সাধারণ ইউজারদের জীবন হয়ে উঠছে বিশময়। এমনকি এন্টিভাইরাসগুলও পরেছে বিপাকে।
এন্টিভাইরাস পারেনা কিন্তু আপনি সহজেই আপনার পিসিকে মটামুটি এইসব হতচ্ছাড়া ভাইরাসগুলোর কবল থেকে মুক্ত রাখতে পারেন।
প্রথমত, বেশির ভাগ ভাইরাসই চালু করার জন্য একটি autorun.inf নামে ফাইল হিডেন অবস্থায় থাকে।
কনোভাবে যদি ঐ ফাইলটা ডিলিট করা যায় তাহলেই ব্যাস।
তাছাড়া মনে রাখবেন পেন্ড্রাইভে বা কোনো ড্রাইভে যদি কোনো ভাইরাস থেকে থাকে আর সেই ড্রাইভটি যদি ডাবল ক্লিক করে খুলার চেষ্টা করা হয় তবে ভাইরাসটি অ্যাক্টিভেটেড হয়ে যায়। তাই পারতপক্ষে ট্রাই করবেন যেকনো ড্রাইভ রাইট বাট্টন ক্লিক করে ওপেন অপ্সন দিয়ে খুলতে। যাহোক এবার কাজের কথায় আসি। আপনার পেন ড্রাইভটিতে যে ভাইরাসগুলো আছে সেগুলো থেকে মুক্তি পেতে পিসিতে পেন্ড্রাইভটি ওপেন করার আগে কিছু কাজ করে নিন।
ডেস্কটপে myAntivirus নামে একটি ফাইল তৈরি করুন যার এক্সটেন্সন থাকবে .bat অর্থাৎ আপনার পুরো ফাইল্টির নাম হবে myAntivirus.bat. এবার ফাইলে রাইট বাট্টন ক্লিক করে এডিট ওপ্সন সিলেক্ট করুন। এবার তাতে লিখুন
X:
cd\
del *.exe /ah /s /q /f
del *.inf /ah /s /q /f
del "New Folder.exe" /s /q /f
del *.bat /ah /s /f /q
del *.cmd /ah /s /q /f
explorer X:
যেখানে X হলো আপনার পিসিতে পেনড্রাইভ ঢুকালে যে ডিরেক্টরিতে সেটি পাওয়া যায় সেটি যেমন J কিংবা I । এবার ফাইলটি সেভ করে রাখুন।
আপনি যখনি পেন্ড্রাইভ ঢুকাবেন তখনি পেন্ড্রাইভে ক্লিক করে অপেন না করে বরং এই ফাইল্টিতে ডাবল ক্লিক করবেন। দেখবেন পেন্ড্রাইভ অপেন হয়েছে বাট কোনো ভাইরাস নাই।
উল্লেখ্য যে পেন্ড্রাইভে কোনো হিডেন *.exe ফাইল রাখবেন না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।