mdsakature@yahoo.com
একদা এক সাহাবী মহানবী ( সা: ) এর দরবারে এলেন। অতপর তিনি প্রিয় নবী করিম ( সা: ) এর কাছে জানতে চাইলেন- হে আল্লাহর রাসুল! আল্লাহ যদি এই দুনিয়াতে তাকে ছাড়া কাউকে সিজদা করতে বলতেন তাহলে কাকে সর্বপ্রথম সিজদা করতে বলতেন?
মহানবী ( সা: ) বললেন- তোমাদের স্বীয় মাতা-পিতাকে।
এরপর লোকটি আবার জিজ্ঞাসা করলেন- হে আল্লাহর রাসুল! তারপর কাকে?
মহানবী ( সা: ) বললেন-তারপর ও তোমাদের মাতাপিতাকে।
এরপর লোকটি আবার জিজ্ঞাসা করলেন- হে আল্লাহর রাসুল! তারপর কাকে?
মহানবী ( সা: ) আবার জবাব দিলেন- তারপরও তোমাদের মাতাপিতাকে।
এভাবে মহানবী ( সা: ) তিন তিন বার উল্যেখ করেছেন।
বি: দ্র:-( হাদিসটি দাখিল পরীক্ষার সময় পড়েছিলাম তাই সুত্রটা ভুলেগিয়েছি )
অত্র হাদিস হতে এটা বুঝা যায় যে, মাতাপিতার স্থান আল্লাহর কাছে কত উচু মর্যাদায় অবস্থান করছে। তাছাড়া আমরা এটাও জানি যে মায়ের পায়ের নিছে সন্তানের বেহেস্ত। বর্তমান সমাজে দেখা যায় যে, ছেলে মেয়েরা মা-বাবাকে মর্যাদা দেয়না, সন্মান করেনা, মা-বাবার কথা শুনেনা তাই আজকের পৃথিবীতে এত অশান্তি এত আল্লাহর গযব। আমাদের উচিৎ মা-বাবার প্রতি সমুচিত মন্মান প্রদর্শন করা যেভাবে আল্লাহ পাক বলেছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।